প্রথমে ভগবান বিষ্ণুর নাভি থেকে পরমপিতা ব্রহ্মার উৎপত্তি হয়।
ব্রহ্মা তার নেত্র থেকে 'মহর্ষি আত্রিকে' সৃষ্টি করেন, আত্রি সপ্তর্ষির একজন।
মহর্ষি আত্রির পত্নি 'অনুসুয়ার' গর্ভে 'চন্দ্রদেবের' জন্ম হয় এবং চন্দ্র দেব এর 'বুধ' নামক পুত্র হয়, বুধ নবগ্রহের একজন।
বুধের পুত্র মহারাজ 'পুরুরবা' পৃথিবীতে 'চন্দ্রবংশ' স্থাপন করেন।
পুরুরবার 'আয়ু', আয়ুর 'নহুশ' এবং নহুষের 'যযাতি' নামক পুত্র হয়।
যযাতির পাঁচ পুত্র হয় তাদের নাম - ' যদু, তুর্বসু, দ্রুহু, অনু ও পুরু।'
যযাতির জেষ্ঠপুত্র যদুর থেকে 'যদু বংশ' এবং কনিষ্ঠ পুত্র পুরু থেকে 'পুর বংশের' স্থাপনা হয়। এই যদু বংশেই দ্বাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণ অবতীর্ণ হন। যযাতির অন্য তিন পুত্রের বংশ কালক্রমে বিলুপ্ত হয়।
পুরুর বংশে তার বহু পুরুষ পরে 'দুষ্মন্ত' নামে এক রাজা হয়, দুষ্মন্তের পর তার পুত্র 'ভরত' চক্রবর্তী সম্রাট হন। এই ভরতের নামেই আমাদের দেশের নাম হয় 'ভারতবর্ষ'।
ভরতের বংশে অনেক পুরুষ পর 'হস্তি' নামে এক রাজা হলেন, তার নামানুসারে তার রাজ্যের নাম হয় 'হস্তিনাপুর'।
হস্তির চার পুরুষ পর 'কুরু' নামক রাজা হলেন, যার তপঃভূমি 'কুরুক্ষেত্র' নামে খ্যাত।
কুরুর সাত পুরুষ পর 'প্রতীপ' নামে এক রাজা হলেন, প্রতীপের পুত্র ছিলেন 'শান্তনু'।
শান্তনুর তিন পুত্রের নাম 'ভীষ্ম, চিত্রাঙ্গদ ও বিচীত্রবীর্য।'
বিচীত্রবীর্যের দুই পুত্র 'ধৃতরাষ্ট্র ও পান্ডু।' যাদের থেকে শত কৌরব ও পঞ্চপান্ডব গনের জন্ম হয়।