Monday, June 1, 2020
রাম-এর বাবার নাম দশরথ। দশরথ-এর বাবার নাম কী?
দশরথের পিতার নাম ছিল অজ। মহারাজ 'অজ' সূর্যবংশের 38 তম রাজা ছিলেন। তার পিতা মহারাজ রঘু, যার নমে বংশের নাম রঘুবংশ হয়। অজ এর পত্নি ইন্দুমতী বিদর্ভ রাজকুমারী ছিলেন। ইন্দুমতী তার পূর্বজন্মে 'হরিনি' নামক এক অপ্সরা ছিলো। হরিনি দেবরাজ ইন্দ্রের আদেশে 'মহর্ষি তৃণবিন্দুর' তপস্যা ভঙ্গ করে, যার ফল স স্বরূপ মহর্ষি তৃণবিন্দু তাকে পৃথিবীতে এক নস্বর নারী রূপে জন্ম নেওয়ার অভিশাপ দেন। সে এই অপরাধের জন্যে ক্ষমাপ্রার্থী হলে মহর্ষি বলেন "যেদিন আকাশ থেকে এক ফুলের মালা তার গলায় পড়বে সেদিন সেই মুহূর্তে সে শাপমুক্ত হবে।" এরপর হরিনি বিদর্ভ রাজকুমারী রূপে জন্ম গ্রহণ করে এবং যথা সময়ে তার স্বয়ংবর রচিত হলে সে মহারাজ অজ কে পতি রূপে বরণ করে। এর এক বছর পর দশরথের জন্ম হয়। দশরথের যখন মাত্র আট মাস বয়স তখন একদিন দেবর্ষি নারদ অযোধ্যার উপর আকাশপথে যাচ্ছিলেন, তখন হঠাৎ তার হাত থেকে একটি ফুলের মালা পরে যায় যেটা রানী ইন্দুমতির গলাতেই পরে। সেই মুহূর্তে রানী ইন্দুমতি শপমুক্ত হয় এবং তার দিব্য অপ্সরা রূপে স্বর্গে চলে যায়। মহারাজ অজও তখন পত্নীর বিরহ সহ্য না করতে পেরে সরযূ নদীতে প্রাণ ত্যাগ করেন।
সাকার উপাসনার কিছু রেফারেন্স
নিরাকারবাদী এবং একদল বিধর্মীদের দাবি বেদাদি শাস্ত্রে প্রতিমা পূজা এবং সাকার উপাসনার উল্লেখ নেই। সনাতন ধর্মাবলম্বীরা বেদবিরুদ্ধ মূর্তিপূজা ক...
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgUq7uJlv62p_peYSHG5Gk3o7lZMSJkNH1reMq2qKCim7z3KdhmXyx-i0h8zrYT3XTImP4Rk59WdplkzssVkVr6Yx2r-bmFtMST1qeQ3U-TNT073gZqC4Nwc2bEF0Cl1ip1QHwxRkYZYcXlqykzj0A5GQedY428q_WiHwR17TUI633DoO6gbiACJxgtIgNg/w516-h721/il_fullxfull.2303278842_7kah.jpg)
Popular Posts
-
(১) জটাটবীগলজ্জল প্রবাহ পাবিতস্থলে গলেহবলম্ব্য লম্বিতাং ভূজঙ্গতুঙ্গমালিকাম । ডমড্ডমড্ডমড্ডমন্নিনাদবড্ডমর্বয়ং চকার চন্ডতান্ডবং তনোতু...
-
আমরা অনেকেই জানি না যে, নারী-পুরুষেরও রয়েছে বিভিন্ন প্রকারভেদ। চারিত্রিক বৈশিষ্ট্যের দিক বিবেচনা করে নারী ও পুরুষের এ শ্রেণীবিভাগ করা হয়েছ...
-
পশূনাং পতিং পাপনাশং পরেশং গজেন্দ্রস্য কৃত্তিং বসানং বরেণ্যম্। জটাজূটমধ্যে স্ফূরদগাঙ্গ্যবারিং মহাদেবমেকং...