১) তারকাসুর ( কার্ত্তিক )
২) চন্ড ও প্রচন্ড (অর্ধনারীশ্বর)
৩) মধু কৈটভ ( নারায়ণ),
৪) তারকাক্ষ, কমলাক্ষ, বিদ্যুৎমালি ( শিব বধ করেন)।
৫) মহিষাসুর ( দেবি),
৬) শুম্ভ , নিশুম্ভ, ধুম্রলোচন, চন্ড , মুন্ড , রক্তবিজ ( দেবী),
৭) রুরু ( দেবী)
৮) একাক্ষ ( দেবী)
৯) অন্ধক ( শিব )
১০) দুর্গম ( দেবি)
১১) দারুকাসুর ( দেবী ) ,
১২) অর্গলাসুর (দেবী ),
১৩) অনলাসুর ( গণেশ ),
১৪) গজমুখঅসুর (গণেশ ),
১৫) সিন্দুরা ( গণেশ )
১৬) বৃত্তাসুর ( ইন্দ্র),
১৭) ত্রিসীরা ( ইন্দ্র),
১৮) জালন্ধর (শিব )
১৯) নামুচি ( ইন্দ্র ),
২০) অরুণাসুর ( দেবী),
২১) হিরনক্ষ, হিরনকশ্যপ ( নারায়ণ ),
২২) দুন্দুভি ( শিব ),
২৩) বেত্রাসুর ( দেবী ),
২৪) অশ্বশিরা ( নারায়ণ ),
২৫) হয়গ্রীবা ( দেবী),
২৬) ধুম্রাসুর (দেবি),
২৭) মদনাসুর ( দেবী)
২৮) জ্বরাসুর (দেবী),
২৯) গজাসুর ( শিব)
৩০) ভণ্ডাসুর (দেবি),
৩১) জম্ভাসুর (নারায়ণ),
৩২) রক্তমালা রাক্ষসী ( নারায়ণ ),
৩৩)ভিমাসুর (শিব)
৩৪) চৈত্রাসুর (দেবী)
৩৫) রাবন ও মেঘনাদ , কুম্ভকর্ণ ও রাক্ষস ( নারায়ণ ও তার ভক্তদের হাতে),
৩৬)কংস ও তার আশ্রিত অসুর গন ( নারায়ণ),
৩৭) বানাসুর ( দেবী)
এখানে সে সব অসুরদের নাম দেওয়া হলো যারা স্বর্গ দখল করার পর বধ হয়েছে। এছাড়াও অনেক অসুর আরও আছে।।