সংস্কৃতে একই শব্দের নানারকম অর্থ হয়। কোন প্রেক্ষিতে ব্যবহৃত হয়েছে, সেই অনুযায়ী অর্থ উদ্ধার করতে হয়।
এটা গবেষকদের কাছে অনেক ক্ষেত্রে মুশকিলের হলেও বেশ মজার ব্যাপার।
যাইহোক, বর্ষ (IAST: varṣa) শব্দেরও নানারকম অর্থ আছে। এবং এটা নানান প্রেক্ষিতে নানারকম ভাবে ব্যবহৃত হয়েছে।
- এটা বর্ষণের সাথে সম্পর্কযুক্ত। বর্ষণ মানে বৃষ্টি, আবার অন্যকিছুর বর্ষণ ও বোঝানো যায়।
- ভারতের অধিকাংশ জায়গায় বছরে একবার বৃষ্টি হত, তাই বর্ষ দিয়ে বছরও বোঝানো হয়। একটা বর্ষাকাল আছে যাতে- এক বর্ষ।
- আবার তৎকালীন লোকে জানতেন যে পর্বতের সাথে বর্ষার সম্বন্ধ আছে। একটা পর্বত বর্ষা ধারণ করতে পারে। তাই পর্বতকেও বর্ষ বা বর্ষপর্বত বলা হত।
- একই কারণে মেঘকেও বর্ষ বলা হত।
এই উত্তরে গুরুত্বপূর্ণ হচ্ছে পর্বতের সমার্থক শব্দ 'বর্ষ' হওয়া।
এই পর্বতগুলো বর্ষার কারণ, তার উপর, এই পর্বত গুলো ভূমিকে নানা ভাগে ভাগ করে। এখন সেই ভাগ করা অংশগুলোকেও বর্ষ বলে।
যে পর্বতগুলোর কারণে বর্ষা হয়, তাদেরকে বর্ষপর্বত (IAST: barṣaparbata) -ও বলে। এরকম ছয়টা/সাতটা বর্ষপর্বত পাওয়া যায়-
- হিমবতবর্ষ
- হেমকূটবর্ষ
- নিষাধবর্ষ
- নীলবর্ষ
- শ্বেতবর্ষ
- শৃঙ্গীনবর্ষ বা শৃঙ্গবতবর্ষ
- মেরুবর্ষ
এই বর্ষপর্বতগুলো শুধু বর্ষা ঘটাতো তাই নয়, এইগুলো ভূমিকে নানা ভাগে ভাগ করত। সেই ভাগগুলি যেহেতু বর্ষপর্বতের দ্বারা কৃত, তাই এই ভাগগুলির নামের শেষে বর্ষ থাকত।
এই বর্ষপর্বতের দ্বারা বিভক্ত ভূ-ভাগগুলি হল-
- হিরণ্যময়বর্ষ
- রম্যকবর্ষ
- ইলাবৃতবর্ষ
- হরিবর্ষ
- কেতুমালবর্ষ (Monier-Williams এ এটা আলাদা করে দেওয়া- কেতুবর্ষ ও মালবর্ষ, পরের বর্ষের উল্ল্যেখ নেই।)
- কিম্পূরুষবর্ষ
- ভাদ্রশ্ববর্ষ
- কিন্নরবর্ষ
- ভারতবর্ষ
এই হল "বর্ষ" নামের রহস্য।
অনেকে এই মানচিত্র বিশ্বাস করে, আমার ঠিক বিশ্বাস হচ্ছে না। ফ্যান্টাসীর জন্য বানানো হয়ে থাকতে পারে।
বিষ্ণুপুরাণে উল্লিখিত আছে-
উত্তরং যত্সমুদ্রস্য: হিমাদ্রেশ্চৈব দক্ষিণম্ ।
বর্ষং তদ্ ভারতং নাম: ভারতী যত্র সংততিঃ ।।
[অনুবাদঃ যে বর্ষ সমুদ্রের উত্তরে, তুষারপর্বতের দক্ষিণে, সেই বর্ষের নাম ভারতবর্ষ, সেখানে ভরতের উত্তপুরুষেরা বাস করেন।]
আমি বৌদ্ধ সাহিত্যে ও অনুসারী আধুনিক রচনায় "কিম্পূরুষবর্ষ" নাম পেয়েছি অনেকবার। এর মাধ্যমে তিব্বত বোঝানো হত। তিব্বতের সঙ্গে ভারতের সম্পর্ক অনেক প্রাচীন। বাংলায় পালশাসনের সময়, বা তার আগে-পরে তিব্বতরাজ ভারত আক্রমণও করেছিলেন একবার। যাহোক, সেটা আলোচনার বিষয়বস্তু নয়।
মহাভারতে কুবেরের শাসনাধীন কিম্পূরুষবর্ষ অর্জুনের দ্বারা বিজয়ের কথা বলা হয়েছে। এবং এটা যে কিন্নরবর্ষের উত্তরসীমানায় তা বলা হয়েছে।
এগুলো বর্তমানের কোন ভূ-ভাগকে বোঝায়, তার সম্পর্কে নিশ্চিত হওয়া যায় না।