Monday, March 22, 2021

একটি ছবির মধ্যে ১০০ বছরের ক্যালেন্ডার

 হ্যাঁ, সম্ভব। নিচের ছবিটি দেখুন, এই ছবির মালিক হচ্ছেন, জিতেন্দ্র দে। তিনি তার সৃজনশীলতা দিয়ে এই ছবিটি তৈরি করেছেন। প্রথম অবস্থায় এই ক্যালেন্ডার বোঝা খুব শক্ত, কিন্তু মনযোগ দিয়ে দেখলে এটাও স্বাভাবিক ক্যালেন্ডারের মতো মনে হবে।

  • ক্যালেন্ডাটির ব্যবহারবিধিঃ

বামদিকের সংখ্যা গুলো সাল (2001 to 2100) ওই সালের লাইন বরাবর গিয়ে মাসটা দেখুন ওখানে যে ক্যাপিটাল লেটার আছে ওটা অনুযায়ী নীচে কোন তারিক কি বার দেখে নিন ।

উদাহরনস্বরূপ :- 2020 সালের 18 august কি বার জানতে হলে, বাম দিকে 20 সংখ্যা টি খুজুন তারপর ওই সংখ্যার লাইন বরাবর আগস্ট মাসে লেটার (F) টি দেখুন , এবার নীচে F এর ঘরের 18 তারিখ কি বার ( Tuesday ) লক্ষ করুন।

শিব রাম নাম করেন তাহলে শিব কি রামের থেকে ছোট?

 সম্প্রতি রামায়েতদের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। প্রচুর রামায়েতের দেখা পাওয়া যাচ্ছে যারা শ্রীরাম চন্দ্রকে উপরে তুলতে গিয়ে পরমেশ্বর শিবকে ছোট করছেন...

Popular Posts