ইন্টারনেটে কিছু অদ্ভুত সাইট আছে। সেই সম্পর্কে আজকের এই লেখা।
১. https://you.regettingold.com
এই ওয়েবসাইট আপনাকে অবাক করতে সব ব্যবস্থা করে রেখেছে। আপনাকে শুধু এই ওয়েবসাইটে গিয়ে আপনার জন্মতারিখ লিখতে হবে। এবার তারা আপনাকে এমন সব গাণিতিক হিসাব দেখাবে যা আপনি কখনো ভাবতেও পারেন নি।এমনকি দুজন বিখ্যাত ব্যক্তি কিভাবে আপনার জন্মদিনের সাথে জড়িত হতে পারে তাও হাতে কলমে দেখিয়ে দিবে। আপনারাই দেখে নিন।
২. https://pointerpointer.com/
এই ওয়েবসাইটটির মাত্র একটিই পেজ আছে। আপনাকে এই পেজের যেকোনো স্থানে টাচ করতে হবে বা মাউস পয়েন্টার রাখতে হবে। একটু পর একটি ছবি আসবে আর আপনি দেখবেন আপনি ছবির কাছে বোকা বনে যাচ্ছেন। বারবার করতে থাকুন, পেইজের প্রতিটি বিন্দুর জন্য আলাদা করে ছবি সেট করা আছে, যখনই বিন্দুতে আপনার কার্সর রাখবেন ঐ বিন্দুতে সেট করে রাখা ছবিটি দেখানো হবে আর এমন ছবি সেট করা হয় যেন ঐ বিন্দুটাকেই নির্দেশ করছে ছবিতে থাকা ব্যক্তি।
৩. http://en.bigpixel.cn/t/5834170785f26b37002af46d
এই সাইটে রয়েছে এশিয়ার সবচেয়ে বড় এবং বিশ্বের তৃতীয় বড় ছবি। এই ছবিটি চীনের সাংহাই শহরের একটি ৩৬০° ছবি এবং সবচেয়ে অবাক করার মতো বিষয় হলো এর ক্লিয়ারিটি এবং শার্প ডিটেইলস। জুম করে কয়েক কিলোমিটার দূরের কোনো গাড়ির নম্বর প্লেট ও মানুষের চেহারা স্পষ্ট দেখা যায় এই ছবিতে। তাই মনে ভাবনা আসতে পারে যে এটি নিশ্চয়ই কোনো স্যাটেলাইটের শক্তিশালী ক্যামেরায় তোলা। একদম না! এই ছবিটি "ওরিয়েন্টাল পার্ল টাওয়ার"(Oriental Pearl Tower) থেকে তুলেছে "জিংকুন টেকনোলজি"(Jingkun Technology) নামের একটি প্রতিষ্ঠান। তাদের ওয়েবসাইট মতে এই ছবিটির রেজুলেশন হলো ১৯৫ বিলিয়ন পিক্সেল। এটি মূলত অনেকগুলো ছবি জোড়া লাগিয়ে তৈরি করা হয়েছে যেমনটা আমরা গুগল স্ট্রিটভিউ(streetview) তে দেখতে পাই। এই ধরনের টেকনোলজিকে বলা হয় "Image Stitching Technology"। তবে ঐ ছবিগুলো তোলা হয়েছে উন্নতমানের হাই-রেজুলেশন ক্যামেরা দিয়ে। এরকম আরো অনেকগুলো ছবি রয়েছে ঐ ওয়েবসাইটে।তবে এই ছবিগুলো মানুষের ব্যক্তিগত নিরাপত্তাকে প্রশ্নের মুখে ফেলে দেয়।
৪. https://internet-map.net/
বিশ্বের সকল ওয়েবসাইট একটি মাত্র পেজে প্রদর্শন করার দুঃসাহসিকতা দেখিয়েছে এই ওয়েবসাইট। এই যে বড় বড় বৃত্ত দেখতে পাচ্ছেন এগুলোই বর্তমানে ইন্টারনেটের সবচেয়ে বড় ও জনপ্রিয় ওয়েবসাইট যাদেরকে টেক-জায়ান্ট বললেও ভুল হবে না।
৫. https://www.flightradar24.com
এই অবিশ্বাস্য রকমের ওয়েবসাইটটির মাধ্যমে বিশ্বের সকল বিমান লাইভ ট্র্যাক করতে পারবেন। এজন্য বিমান নম্বর কিংবা ফ্লাইট নম্বর লিখে সার্চ দিতে হবে। বিমান কত গতিতে উড়ছে, কত উচ্চতা দিয়ে উড়ছে,বিমানের আশেপাশে আবহাওয়ার পরিবর্তন কি পরিমানে হচ্ছে তাও জানতে পারবেন। এছাড়াও বিমানের কোনো যাত্রী যদি এই ওয়েবসাইটে লগড ইন থাকে তাহলে জানতে পারবেন তার সম্পর্কেও।আরও একটি অবিশ্বাস্য কাজ করতে পারবেন এই ওয়েবসাইটে। 3d সিমুলেশন গেমের মতো বিমান ও এর আশেপাশের সবকিছুই (+3d ম্যাপ) দেখতে পারবেন 3d তে। কিন্তু গেমের মতো বিমানের নিয়ন্ত্রণ আপনার কাছে না থেকে ঐ আসল বৈমানিকের কাছে থাকবে।
৬. http://www.milliondollarhomepage.com/
এই সেই ওয়েবসাইট যার মাধ্যমে একজন 21 বছরের ছাত্র মিলিয়নিয়ার হয়েছিল। অনেকেরই শুনতে অবিশ্বাস্য লাগবে। ছাত্রটির নাম ছিলো Alex Tew। সে ইংল্যান্ডে বসবাস করত। সেটা 2005 সালের কথা। অ্যালেক্সের আগে থেকেই ছিল মিলিয়নিয়ার হওয়ার স্বপ্ন। এসময় ইউনিভার্সিটির খরচ তার স্বপ্নকে সত্যিতে রূপান্তর করতে অনুপ্রাণিত করেছিল। তবে সে একটা বিকল্প পন্থার অবলম্বন করল। সে একটা ওয়েবপেজ তৈরি করে সেখানে 1000×1000 পিক্সেল তৈরি করল। এই পিক্সেলগুলো বিভিন্ন প্রতিষ্ঠান বা ওয়েবসাইট ক্রয় করার সুযোগ পেত। প্রতি পিক্সেলের দাম $1. যারা ক্রয় করত অ্যালেক্স তাদের প্রতিষ্ঠানের লোগো বা অন্য কোনো ছবি ঐ পিক্সেলে যোগ করে দিতো এবং ঐ প্রতিষ্ঠানের ওয়েবসাইটের সাথে লিংক করে দিতো। কিছুটা অ্যাড দেখানোর মতো। এভাবে কিছুদিনের মধ্যেই এটি ইন্টারনেটের ভাইরাল টপিকে পরিণত হল।আস্তে আস্তে অনেক জনপ্রিয় প্রতিষ্ঠান $1 দিয়ে পিক্সেল কিনতে থাকল। তবে সর্বশেষ 1000 টি পিক্সেল কেনার জন্য আবেদন জমা পড়েছিল অসংখ্য। ফলে অ্যালেক্স ইবে (e-bay) তে নিলামের আয়োজন করল। শেষ পর্যন্ত নিলামের মাধ্যমে সবগুলো পিক্সেল বিক্রি হয়ে গেল। সর্বশেষ পিক্সেলটি বিক্রি হয়েছিলো $38,100! আর এভাবেই তার পকেটে গেল $1,037,100! তবে বর্তমানে এর 40% লিংকই ডেড।
৭. http://thefacesoffacebook.com/
এই মুহূর্তে ফেইসবুক ব্যবহারকারীর সংখ্যা হলো— 1,278,838,458…468…489..এভাবে বাড়ছেই। এই ওয়েবসাইটি সকল ফেইসবুক ব্যবহারকারীর প্রোফাইল পিকচার একসাথে আপনাকে দেখার ব্যবস্থা করে দিবে।জুম করার জন্য যেকোনো জায়গায় দুবার টাচ করুন অথবা মাউস বাটনটিকে দুবার আঘাত করুন(:)।আরও মজার ব্যাপার হলো প্রতিটা ছবির সাথে ঐ অ্যাকাউন্টের লিংক করে রাখা হয়েছে। আসলে এই এত সংখ্যক মানুষকে ছোট একটা স্ক্রিনে দেখা তো সত্যিই অবাক করে দেয়ার মতো ব্যপার! আমি চাইলেই এই 1,278,839,678..709 মানুষের সাথে যোগাযোগ করতে পারি (+ফেইক আইডি)! তবে আরেকটা কথা বলা যায় যে এই অসংখ্য মানুষগুলোর সব ব্যক্তিগত তথ্য একসাথে এক স্ক্রিনে নিয়ে আসা হয়েছে।
৮. https://quickdraw.withgoogle.com/
এটি কিছুটা আরটিফিশিয়াল ইনটেলিজেন্স (AI) ধরনের। এখানে, আপনি 20 সেকেন্ডে যেকোনো কিছু আঁকার সুযোগ পাবেন। নিজের ইচ্ছামতো যেকোনো কিছু আঁকতে পারবেন। তবে, একটু পরই অবাক হয়ে যাবেন। কারণ, আঁকা শুরুর সাথে সাথেই একটি কণ্ঠস্বর আপনি কি আঁকছেন তা বর্ণনা করতে থাকবে। সত্যিই অসাধারণ!
৯. https://howsecureismypassword.net/
হ্যাঁ জনাব, আপনি যদি আপনার পাসওয়ার্ড নিয়ে চিন্তিত হন; সবসময় যদি ভাবেন "আমার পাসওয়ার্ড কতটা শক্তিশালী?";তাহলে এটি আপনার জন্য। এই ওয়েবসাইট টি আপনাকে দেখাবে আপনার পাসওয়ার্ড একটি কম্পিউটারের হ্যাক করতে কত সময় লাগবে। যেমন: ধরুন, আমি লিখলাম 12345678.......
১০. https://www.internetlivestats.com/
এই ওয়েবসাইটে ইন্টারনেট সম্পর্কিত সকল তথ্য লাইভ দেখতে পারবেন।যেমনঃinternet ইউজারের সংখ্যা, google এ আজকে search সংখ্যা ইত্যাদি আরও অনেক কিছু দেখতে পারবেন।
১১. https://www.mapcrunch.com/
এই ওয়েবসাইটটির মাধ্যমে আপনি পৃথিবীর যেকোনো স্থানে বিচরণ করতে পারবেন।
১২. http://papertoilet.com/
আপনি যদি ইন্টারনেটে টয়লেট পেপার ব্যবহার করতে চান তাহলে এটি আপনার জন্য….:)
১৩.https://www.worldometers.info/world-population/
এই ওয়েবসাইটটির মাধ্যমে আপনি বিশ্বের জনসংখ্যা কি পরিমানে বাড়ছে তা লাইভ দেখতে পারবেন।
১৪. https://www.anomalies-unlimited.com/
এখানে আপনি এমন সব কন্টেন্ট পাবেন যা সত্যিই ভয়ংকর।পৃথিবীর সব আজব ঘটনা, ভয়ংকর সব ছবি এখানে সংরক্ষিত আছে।এমনকি এলিয়েনদের নিয়ে আছে বিপুল তথ্য এবং ছবি।
১৫.https://www.hashima-island.co.uk/#
এই ওয়েবসাইটটি সত্যিই ভয় ধরানো।এর ইফেক্ট আর ব্যাকগ্রাউন্ড সাউন্ড আপনাকে ভয় ধরিয়ে দিতে পারে। এটি জাপানের একটি ভুতুড়ে দ্বীপ সম্পর্কে তৈরি করা হয়েছে।
১৬. http://www.planecrashinfo.com/lastwords.htm
এই ওয়েবসাইটের সাথে গেঁথে আছে হাজার হাজার প্রাণের আর্তনাদ। এটির মাধ্যমে প্ল্যান ক্র্যাশের সময় যাত্রী,পাইলট এবং বিমানবন্দরের মধ্যকার কথাবর্তা শুনতে পারবেন।
১৭.https://spiritboard.redwerk.com/
অনেকেই দাবি করেছেন, এই ওয়েবসাইটির মাধ্যমে তারা তাদের ভবিষ্যৎ সম্পর্কে বর্তমানেই ধারণা নিতে পেরেছেন। এটি নাকি স্পিরিট এর সাথে যোগাযোগ স্থাপন করিয়ে দেয়।
১৮. http://www.staggeringbeauty.com/
এটাকে অবশ্য রহস্যময় বলা যায় না…তবে মজার বলা চলে।
১৯.https://www.tdcj.texas.gov/death_row/dr_executed_offenders.html
টেক্সাস অঙ্গরাজ্যের মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের মৃত্যুদন্ড কার্যকর করার আগে তাদের কাছ থেকে নেয়া "ফাইনাল স্টেটমেন্ট" নিয়ে তৈরি করা হয়েছে এই ওয়েবসাইট। এমনকি ঐসব আসামিদের পরিচয় ও তুলে ধরা হয়েছে বিশদভাবে। কিছুুদিন পরপরই আপডেট হয় এই ওয়েবসাইট।
২০. https://e.magnificence.org/
এতে আপনার মন্তব্য হয়তো কোনো অচেনা মানুষ উত্তর দিবে।
২১. http://lastmealsproject.com/
অনেক মানুষ মারা যাওয়ার পূর্বে যা খেয়েছিল তা নিয়েই এই ওয়েবসাইট। তবে আমার কাছে বেশি একটা ভয়ংকর মনে হয়নি। এগুলো জেনে আমাদের কি লাভ!
এখানে উল্লেখ্য কিছু কিছু অয়েবসাইট এমনি খুলবে না। ভিপিএন দ্বারা খুলতে হবে। আর এইসব অয়েবসাইট নিজ দায়িত্বে খুলবেন। কিছু কিছু আসলেই অনেক রহস্যময়।