Tuesday, March 2, 2021

পরমেশ্বর শিবের পঞ্চ মুখ অবৈদিক?

বিভিন্ন অপপ্রচারকারীদের দাবী যে পরমেশ্বর শিবের যে রূপ তা নাকি অবৈদিক । এই রূপ নাকি বেদে নেই। যদিও এরা নিজেরাই বেদ পুরো মানেন না এবং বেদের অল্প কিছু অংশ মেনে বাকি অংশকে ফেলে দেন। মূলত বেদে শুধু শিব মন্ত্রই বিদ্যমান আর সকল স্থানে পরমেশওর শিবের গুনকীর্তনই করেছে। 

আসুন দেখে নেই মহা পবিত্র বেদে পরমেশ্বর শিবের পঞ্চমুখের রেফারেন্সগুলো। 




মন্ত্রই পরমেশ্বর শিবের বিশেষ রূপে জগত, এবং তা থেকেই তাঁর পঞ্চকৃত্যের উদ্ভব। সৃষ্টি, স্থিতি, সংহার, অনুগ্রহ ও তিরোভাব এই হল পঞ্চকৃত্য। পবিত্র যজুর্বেদের তৈত্তিরীয় আরণ্যকের এই পঞ্চবিধ শিবমূর্তির মহামন্ত্র নিম্নে উল্লেখ করা হল –


ॐ সদ্যোজাতং প্রপদ্যামি সদ্যোজাতায় বৈ নমো নমঃ। ভবে ভবেনাতিভবে ভবস্ব মাং ভবোদ্ভবায় নমঃ॥ (যজুর্বেদ/তৈত্তরীয় আরন্যক - ৪৩)


ॐ বামদেবায় নমাে জ্যেষ্ঠায় নমঃ শ্রেষ্ঠায়

নমাে রুদ্রায় নমঃ কালায় নমঃ কলবিকরণায় 

নমাে বলবিকরণায় নমাে বলায় নমাে বলপ্রমথনায়

নমঃ সর্বভূতদমনায় নমাে মনােন্মথায় নমঃ ॥ (যজুর্বেদ/তৈত্তরীয় আরন্যক - ৪৪)


ॐ অঘােরেভ্যোঽথ ঘােরেভ্যো ঘােরঘােরতরেভ্যঃ সর্বেভ্যঃ সর্বশর্বেভ্যো নমস্তেঽস্তু রুদ্ররূপেভ্যঃ ॥

(যজুর্বেদ/তৈত্তরীয় আরন্যক - ৪৫) 


ॐ তৎপুরুষায় বিদ্মহে মহাদেবায় ধীমহী। 

তন্নো রুদ্রঃ প্রচোদয়াৎ ॥

(যজুর্বেদ/তৈত্তরীয় আরন্যক - ৪৬)


ॐ ঈশানঃ সর্ববিদ্যানামীশ্বরঃ সর্বভূতানাং ব্রহ্মাধিপতির্ব্রহ্মণো ব্রহ্মা শিবো মেঽস্তু সদা শিবোম্ ॥ (যজুর্বেদ/তৈত্তরীয় আরন্যক - ৪৭)


সদ্যোজাত(পশ্চিম), বামদেব(উত্তর), অঘোর(দক্ষিণ), তৎপুরুষ(পূর্ব) এবং ঈশান(উর্ধ্ব)       – এই পাঁচটি বক্ত্র বা মুখপদ্ম পরমেশ্বর শিবের ব্রহ্মস্বরূপ।

শিব রাম নাম করেন তাহলে শিব কি রামের থেকে ছোট?

 সম্প্রতি রামায়েতদের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। প্রচুর রামায়েতের দেখা পাওয়া যাচ্ছে যারা শ্রীরাম চন্দ্রকে উপরে তুলতে গিয়ে পরমেশ্বর শিবকে ছোট করছেন...

Popular Posts