প্রেম, ভালবাসার মতোই যৌনতাও জীবনের সঙ্গে জড়িত৷ তবে, সকলে এই বিষয়ে পারদর্শী হন না৷ তবে, জ্যোতিষশাস্ত্র মতে রাশি বিশেষে যৌনতার তারতম্য ঘটতে পারে৷ কোন রাশি যৌনতায় কতবেশি পারদর্শী তা জেনে নিন৷
মেষ রাশি: মেশ রাশির জাতক জাতিকার জীবনে যৌনতা প্রবল৷ দৈহিক প্রেমের ক্ষেত্রে এই রাশি যেমন শক্তি প্রযোগ করতে পারেন, তেমনই এরা দুর্দান্ত প্রেমিক হিসেবেই পরিচিত হন৷ তবে, যৌনতা টিকিয়ে রাখতে এরা সঙ্গীর সঙ্গে সমান তালে পাল্লা বেশ ভালই দিতে পারেন৷
বৃষ রাশি: এই রাশির জাতক জাতিকারা ভালবাসাকেই জীবনে সবকিছু বলে মনে করেন৷ যৌনতার ক্ষেত্রে এরা খুবই সংবেদনশীল৷ যৌনতা ধরে রাখা বা শক্তি প্রয়োগ করার ক্ষেত্রে এদের জুরি মেলা ভার৷ সহবাসের দিক থেকে এই রাশির মানুষরা ক্লান্তিবিহীন, সদাপ্রস্তুত থাকেন৷
মিথুন রাশি: বুধ গ্রহের প্রভাবে এই রাশির জাতক জাতিকারা সতর্ক, মিষ্টভাষী, আদুরে প্রকৃতির হয়ে থাকেন৷ মুখের কথা দিয়েই অপরকে বশ করতে পারেন এরা৷ এই রাশির মানুষেরা এক্সপেরিমেন্ট্রাল সেক্সে বিশ্বাস করেন৷ এই রাশির প্রেমিক বা প্রেমিকাকে আপনি যেভাবে চান, সেভাবেই আপনার শয্যায় পেতে পারেন৷
কর্কট রাশি: যৌনতার ক্ষেত্রে এই রাশি জাতক-জাতিকার কোন স্থিরতা নেই৷ এরা হঠাৎ করেই উত্তেজনার শিখরে পৌঁছে যান৷ আবার হঠাৎ করেই শান্ত হয়ে যান৷ তাই এই রাশির প্রেমিক বা প্রেমিকার কাছ থেকে প্রচুর সারপ্রাইজ পাওয়ার সুযোগ রয়েছে৷
সিংহ রাশি: প্রেমিক-প্রেমিকা হিসেবে সিংহরাশির এমনিতেই বেশ নাম রয়েছে৷ তবে, এই রাশির জাতক-জাতিকারা দৈহিক সম্পর্কেও বেশ পারদর্শী৷ যে কোন গাঢ় সম্পর্কের ক্ষেত্রে এই রাশির ইতিবাচক মনোভাব, হাস্যরস ও শারীরিক দক্ষতা অতুলনীয়৷ সিংহ রাশির কাউকে ভালবাসার মানুষ হিসেবে পাওয়া ভাগ্যের ব্যাপার৷
কন্যা রাশি: এই রাশির জাতক-জাতিকার ভালবাসায় কোন খাদ যেমন থাকে না৷ তেমনই দুর্দান্ত সেক্সেও এরা পারদর্শী হন৷ কান, ঠোঁট ও স্তনের অংশে এই রাশির মানুষের সংবেদনশীলতা অতিরিক্ত মাত্রায় বেশি৷ দেহজ ভালবাসার ক্ষেত্রে কোমলতা ও রুক্ষতার মিশেল পছন্দ করেন এরা৷
তুলা রাশি: এই রাশির জাতক-জাতিকারা ‘‘ইউ আর জাস্ট ফ্রেন্ড’ তত্ত্বে বিশ্বাসী৷ শুক্রের প্রভাবে এরা সাধারণত সৌন্দর্য, রহস্যময়তা ও দৈহিক আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থাকেন৷ প্রেমিক বা প্রেমিকাকে সামান্য স্পর্শ, হাসি বা চোখের চাহনিতেই পটিয়ে ফেলতে পারেন এরা৷ যৌনতার এরা আপনাকে বশে আনতে চাইবে না বরং এরা আপনাকে প্রেমে পড়তে বাধ্য করবে৷
বৃশ্চিক রাশি: প্রবল আবেগ এই রাশির একটি দুর্বলতা৷ এরা কাউকে খুব সহজেই এড়িয়ে চলতে পারেন না৷ এর প্রায় তাদের যৌন জীবনে পড়ে৷ এদের যৌন জীবন উত্তেজনা, যন্ত্রণা ও উচ্ছ্বাসের একটি মিশেল৷ এই রাশির জাতক-জাতিকা খুব সহজেই যে কাউকে বশীভূত করতে পারে৷
ধনু রাশি: এই রাশির জাতক বা জাতিকাকে সঙ্গী হিসেবে পেলে জীবনে মজার অভিজ্ঞতার সূচনা করবে৷ এই রাশির মানুষরা রসিক, এনার্জেটিক ও আশাবাদী হয়ে থাকেন৷ অন্তরঙ্গ মুহুর্তে তারা এই ধরনের গুণের প্রকাশ করে থাকেন৷
মকর রাশি:মকর রাশির জাতক-জাতিকা যেকোন কাজে খুব ভেবে-চিন্তে পা ফেলেন৷ আর যৌনতা হলে তো কথাই নেই৷ প্রথমদিকে অপর সঙ্গীকে আগ্রহ প্রকাশ করতে হলেও পরে তা আনন্দে পরিণত হবে৷ কারণ, এই রাশির মানুষরা যৌনতার দিক থেকে ভীষণ মনোযোগী হয়ে থাকেন৷ এই রাশির প্রেমিক বা প্রেমিকের নির্ভরযোগ্য ও বিশ্বাসী মানুষ খুঁজে পাওয়া খুব মুশকিল৷
কুম্ভ রাশি: এই রাশির জাতক-জাতিকারা বিশেষ বুদ্ধিমত্তার পরিচয় দেন৷ নিজের মনের মানুষের প্রতি এরা খুব যত্নবান হয়ে থাকেন৷ আপনি যেভাবে তাদের পেতে চান এরা ঠিক সেভাবেই আপনার কাছে ধরা দেবে৷
মীন রাশি: এই রাশির জাতক-জাতিকারা কথায় পারদর্শী৷ এছাড়াও এই রাশির মানুষেরা দৈহিক আকর্ষণে পরিপূর্ণ৷ এদের সামান্য স্পর্শেও আপনি উত্তেজিত হয়ে উঠতে বাধ্য৷ এদের ভালবাসা আপনাকে নিয়ে যেতে পারে অন্য এক জগতে৷