Saturday, August 6, 2022

ঋকবেদে পরমেশ্বর শিব

 ঋগবেদে প্রভু পরমেশ্বর শিব

পরমেশ্বর ভগবান শিব বৈদিকযুগ থেকেই উপাসিত। আমরা জানি বেদের মুল প্রতিপাদ্য বিষয় হচ্ছেন প্রভু পরমেশ্বর আদি দেব সদা শিব। সকল কিছু উনার থেকেই উৎপন্ন আবার সকল কিছু উনাতেই নিঃশেষ হবে। বেদে রুদ্র রূপী শিব বা শিব রূপী রুদ্র নতুন কিছু না। সকল শৈবরা জানেন বেদের সেই রেফারেন্স গুলো। প্রশ্ন হচ্ছে UNESCO কতৃক সবথেকে প্রাচীন যে গ্রন্থ সেটার মধ্যে কি শিব আছেন? আসুন দেখে নেই। এখানে উল্লেখ্য ঋগবেদ বলতে আমি শুধু বেদের সংহিতা ভাগকে বুঝাই নাই। ঋগবেদের ৩ টি শাখা বর্তমান তা হল শাকল, ভাস্কল এবং আশ্বালায়ন শাখা। এর থেকে যদি কেউ কিছু বলে তাহলে তা অবশ্যই বেদের থেকে বলছেন বুঝতে হবে।  তাই অযথা কমেন্টে তর্ক না করার অনুরোধ রইলো। 

ঋগ্বেদ সংহিতার দশম মণ্ডলে কৈলাশ পর্বতের স্বর্ণশিখরে বসবাসকারী শিবের উল্লেখ পাই। সেই শিব যেমন অচিন্ত্য নিরাকার তেমনি, সাকার রূপধারী। সে জ্যোতির্ময় রূপের তিনটি নয়ন এবং তিনি নীলকন্ঠ। কৈলাশ পর্বতে শিবের সে নিবাস অত্যন্ত রমনীয়। সে নিবাস জীবের শুভ এবং কল্যাণকর। পরমেশ্বর শিবের সে নিবাসে দেবতারা সদা আনন্দে বিরাজ করেন। 

কৈলাশশিখরাভাসং হিমবদ্ গিরিসংস্থিতম্।

নীলকন্ঠং ত্র‍্যক্ষং চ তন্মে মনঃ শিবসঙ্কল্পমস্তু।।

কৈলাশশিখরে রম্যে শঙ্করস্য শুভে গৃহে।

দেবতাস্তত্র মোদন্তি তন্মে মনঃ শিবসঙ্কল্পমস্তু।।

(ঋগ্বেদ সংহিতা : আশ্বলায়ন শাখা, ১০.১৭১.২৪-২৫)

"কৈলাশ পর্বতের স্বর্ণশিখরের ন্যায় জ্যোতির্ময়,  হিমগিরিতে সংস্থিত, নীলকন্ঠ ত্রিনেত্র রূপ শিবে আমার মন সংযুক্ত হোক।

রমনীয় কৈলাশ পর্বতের শুভ গৃহে বা শিবের নিবাসে দেবতারা সদা আনন্দে বিরাজ করেন, সেই আমার মন শিবসঙ্কল্পময় বা শিবের সাথে সংযুক্ত হোক।"

শুধু ঋগ্বেদই নয় অথর্ববেদসহ শুক্ল-কৃষ্ণ উভয় যজুর্বেদেই পরমেশ্বর শিবের স্তোত্র রয়েছে।   শুক্লযজুর্বেদ সংহিতার ষোলতম অধ্যায়টি পুরোটাই রুদ্ররূপী,শিবরূপী পরমব্রহ্মের স্তোত্র দিয়েই পূর্ণ।সমাজের প্রত্যেকটি শ্রেণী এবং পেশার মানবের মাঝেই রুদ্ররূপ ব্রহ্মের প্রকাশ। ষোলতম অধ্যায়ে  গুরুজন, বালক, তরুণ, গর্ভস্থ শিশু,পিতা, মাতা ও সকল আপনজনদের ভগবান রুদ্রের কাছে রক্ষা করার প্রার্থনা করা হয়েছে অনন্য অসাধারণ  কাব্যময়তায়। ব্রহ্মরূপী রুদ্রই বৃক্ষ-লতা-গুল্মরূপে, জীবের পালকরূপে, সন্ন্যাসী, সাধু-সন্ত থেকে চোর, বাটপাড়, ছিনতাইকারী সকলরূপে এক তিনিই বিরাজিত। কারণ তিনি ছাড়া যে জগতে আর দ্বিতীয় কেউ নেই।রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায়:

"দেবাধিদেব মহাদেব!

অসীম সম্পদ, অসীম মহিমা ॥

মহাসভা তব অনন্ত আকাশে।

কোটি কণ্ঠ গাহে জয় জয় জয় হে ॥"

আমরা আজ কথায় কথায় নিজদের জ্ঞানের সীমাবদ্ধতায় অবলীলায় বলে ফেলি যে, বেদে কোন দেবতা প্রসঙ্গে বলা নেই। কিন্তু কথাটি সত্য তো নয়ই ; বরং সর্বাংশে মিথ্যা। বেদের আরণ্যক অংশের প্রায় পুরোটা উপাসনাবিধি নিয়েই রচিত। আর আরণ্যক যে বেদ তা সম্প্রতি বহু ব্যাকরণ এবং বেদজ্ঞ পন্ডিত গন স্বীকার করেছেন।





 বর্তমানে আমরা ভগবান শিবের অভিষেক এবং সকল রোগনাশের জন্যে 

"ত্র‍্যম্বকং যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনম" মন্ত্র এবং শিবের ষড়াক্ষর মন্ত্র " ওঁ নমঃ শিবায় " জপ করি। আপনারা জানলে অবাক হবেন,  সকল মন্ত্রই বেদ থেকেই নেয়া। মৃত্যু প্রত্যেকের জীবনেই নিশ্চিত।গাছের একটি পাকা ফল আম বা পেপে পেকে টশটশে হয়ে  নিজেই গাছ থেকে ঝরে পরে। ঠিক সেভাবেই পূর্ণায়ু পেয়ে আমরা যেন আমাদের দেহরূপ প্রদীপকে যাঁর থেকে এসেছি, তাঁর কাছেই সমর্পণ করতে পারি ভগবানের কাছে এমনই আমাদের প্রার্থনা করা উচিত। আমরা কেউ অনন্তকাল বেঁচে থাকতে থাকতে পারব না।মহাকাল রুদ্রের প্রতি সমর্পিত বেদের মহামৃত্যুঞ্জয় মন্ত্রে ঠিক এ সমর্পণ ভাবটিই সুস্পষ্টভাবে প্রকাশিত হয়েছে।

ত্র্যম্বকং যজামহে সুগন্ধিং পুষ্টিবিদর্দ্ধনম্।

উর্বারুকমিব বন্ধনান্ মৃত্যোর্মুক্ষীয় মামৃতাৎ।।

(ঋগ্বেদ সংহিতা:০৭.৫৯.১২)

"অতীত,বর্তমান ও ভবিষ্যৎ বা জন্ম,জীবন ও মৃত্যু -এ ত্রয়ীদ্রষ্টা রুদ্ররূপ হে পরমেশ্বর, তোমার বন্দনা করি।তুমি আমাদের বেঁচে থাকার জন্য সুন্দর পরিবেশ ও পুষ্টিকর খাদ্যের দাতা।পাকা উর্বারুক ফলের ন্যায় আমরা যেন পূর্ণায়ু পেয়েই মৃত্যুর বন্ধন হতে মুক্ত হতে পারি। তোমার অমৃতরূপ হতে যেন বঞ্চিত না হই।"

নমঃ শম্ভবায় চ ময়োভবায় চ।

নমঃ শঙ্করায় চ ময়স্করায় চ।

নমঃ শিবায় চ শিবতরায় চ।।

(শুক্লযজুর্বেদ সংহিতা : ১৬.৪১)

"মুক্তি এবং সংসারসুখদাতা ভগবান শিবকে নমস্কার, লৌকিক ও মোক্ষসুখের কারক শিবকে নমস্কার ; যিনি কল্যাণরূপ হয়ে ভক্তজনের কল্যাণ-বিধান করেন সেই ভগবান রুদ্রকে নমস্কার। "

বেদের তৈত্তিরীয় আরণ্যকের দশম প্রপাঠকের বাইশ অনুবাকে একা শুধু ভগবান শিব নয়; অম্বিকাপতি, উমাপতিকেও বন্দনা করা হয়েছে। অর্থ্যাৎ ভগবান শিবের সাথে সাথে জগন্মাতা অম্বিকাকেও বন্দনা করা হয়েছে। 

নমো হিরণ্যবাহবে হিরণ্যবর্ণায় হিরণ্যরূপায়

হিরণ্যপতয়ে অম্বিকাপতয় উমাপতয়ে

পশুপতয়ে নমো নমঃ।।

"অম্বিকাপতি,উমাপতি, পশুপতি, হিরণ্যাদি সর্বনিধির পালক,তেজোময়, হিরণ্যবাহু, হিরণ্যবর্ণ, হিরণ্যরূপ পরমেশ্বর শিবের উদ্দেশে নমস্কার। "

শুধুমাত্র বেদেই নয়, মহাভারতের অসংখ্য স্থানে শিবমহিমা এবং স্তোত্র আছে। এর মধ্যে অনুশাসন পর্বের সপ্তদশ অধ্যায়ে বাসুদেব শ্রীকৃষ্ণ কর্তৃক বলা ভগবান শ্রীশিবের সহস্র নামস্তোত্র অন্যতম , এ পবিত্র স্তোত্র সনাতন ধর্মাবলম্বী আমাদের নিত্যপাঠ্য।সেই স্তোত্রের শুরুতেই ভগবান শিবের মহিমা সম্পর্কে ঋষি তণ্ডী শ্রীকৃষ্ণকে যা বলছেন, তা খুবই গুরুত্বপূর্ণ। 

"যিনি তেজেরও তেজ, তপস্যারও তপস্যা, শান্তদিগের মধ্যে অতিশান্ত, সকল প্রভারও প্রভা, জিতেন্দ্রিয়দের মধ্যে যিনি জিতেন্দ্রিয়, জ্ঞানীদের মধ্যে যিনি শ্রেষ্ঠ জ্ঞানী, দেবতাদেরও যিনি দেবতা,ঋষিদের ঋষি, যজ্ঞসমূহের যজ্ঞ, মঙ্গলকারীদের মঙ্গলকারী, রুদ্রগণের রুদ্র, প্রভাবশালীদের প্রভাব, যোগীদের যোগী, সকল কারণের কারণ এবং যাঁর থেকে সমস্তলোক উৎপন্ন হয় আবার যাঁর মধ্যে লয় পায়, সেই সর্বভূতাত্মা, সংহর্তা, অমিততেজা ভগবান মহাদেবের অষ্টোত্তর সহস্রনাম আমার নিকট শুনুন ; হে মনুষ্যশ্রেষ্ঠ শ্রীকৃষ্ণ, এ মহাপবিত্র স্তোত্র শ্রবনেই আপনি সকল অভীষ্ট লাভ করবেন।

(শিবসহস্রনামস্তোত্রম : ২৬-৩০)

প্রায় দুইহাজার বছর পূর্বে মহাকবি কালিদাস তাঁর জগতনন্দিত মহাকাব্য রঘুবংশের শুরুতে প্রথম শ্লোকেই জগতের আদি মাতা-পিতা পার্বতী এবং পরমেশ্বর শিবের বন্দনা করেছেন অসাধারণ আলঙ্কারিক ব্যঞ্জনায়। তিনি বলেছেন-যেমন শব্দ এবং শব্দ থেকে উৎপন্ন তার অর্থকে আলাদা করা যায় না; ঠিক একইভাবে শিব এবং শক্তিকেও আলাদা করা যায় না। 

বাগর্থাবিব সম্পৃক্তৌ বাগর্থপ্রতিপত্তয়ে।

জগতঃ পিতরৌ বন্দে পার্বতীপরমেশ্বরৌ।।

"শব্দ এবং শব্দের অর্থ যেমন করে সম্পৃক্ত ; ঠিক একইভাবে সম্পৃক্ত জগতের আদি পিতা-মাতা শিব এবং পার্বতী। বাগর্থ সহ সকল প্রকার বিদ্যা কলার প্রতিপত্তির জন্যে সেই পার্বতী- পরমেশ্বরকেই সদা বন্দনা করি।"

উপাস্য হিসেবে আলাদা আলাদাভাবে উপাসনা করলেও আমরা সনাতন ধর্মাবলম্বীরা মূলত এক ব্রহ্মেরই অনন্ত রূপ-রূপান্তরের উপাসনা করি। তাই বর্তমানের কোন ব্যক্তি বা গোষ্ঠীর কথায় সংশয়াছন্ন না হয়ে আমরা আমাদের পূর্ববর্তী ঋষি-মুনিদের পথেই সাকার-নিরাকারের সমন্বয়েই অধিকারী ভেদে এক পরমেশ্বরের উপাসনা করতে চাই। অনেকে বলেন, সৃষ্টিকর্তা সাকার হতে পারেন না । আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, সৃষ্টিকর্তা যদি সর্বশক্তিমান হন তবে তিনি সব পারেন, আর যদি না পারেন সেটা তার ব্যর্থতা; তখন তিনি আর সর্বশক্তিমান নন। তাইতো ঋগ্বেদ সংহিতায় বলা হয়েছে:

একং সদ্বিপ্রা বহুধা বদন্তি 

অগ্নিং যমং মাতরিশ্বানমাহুঃ।। 

(ঋগ্বেদ : ০১.১৬৪.৪৬)

"সেই এক পরমেশ্বরকেই আমরা অগ্নি, যম, মাতরিশ্বান সহ বিভিন্ন নামে অভিহিত করি।"

বিভিন্ন নামে এবং রূপে অভিহিত করলেও তিনি বহু নন, তিনি আদতে একজনই। সেই অনন্তরূপে পরিব্যাপ্ত এক ঈশ্বরের করুণায় এ জগত পূর্ণ। 

বেদে কি আমাদের সবাইকে বৈষ্ণব হতে বলেছে? নব্য কৃষ্ণ ভক্তদের দাবী !!!

আমরা সকলেই জানি ইস্কনি ভন্ড কৃষ্ণভক্তদের ভন্ডামি খুব সূক্ষ্য। এরা শাস্ত্র না জানা সহজ সরল হিন্দুদের মাথা ধোলাই দিয়ে নিজেদের ব্যাবসা ভারী করে আর নারী সঙ্গ লাভে অনেকে তা করেও থাকেন। Propoganda ছড়াতে এদের জুরি মেলা ভার। এরই ফলশ্রুতিতে, নব্য কৃষ্ণ ভক্ত ইস্কনীদের নতুন আমদানী।

এরা শুক্লযজুর্বেদ সংহিতার কোন এক মন্ত্র দেখিয়ে আমাদের বলে থাকেন যে আমাদের সকলকে বৈষ্ণব হতে বেদ নির্দেশ দিচ্ছেন।  চলুন দেখে নেই এই মন্ত্রটি আসলে কি  শুক্লযজুর্বেদ  (৫/২১, ৫/২৫)(স্ক্রীনশট) 


এই মন্ত্র দেখে বা প্রমাণ দেখে অনেকেই মগজ ধোলাই খেয়ে নিবেন। এই মন্ত্র শুক্লযজুর্বেদ সংহিতা শ্রী বিজন বিহারী গোস্বামী কতৃক সম্পাদিত। 

উনার বইয়ের থেকে স্ক্রীনশট



মজার ব্যাপার হল এইসব ভন্ড বৈষ্ণবের দল 

  • মন্ত্রের বিনিয়োগ কি?, 
  • কোন যাগের অন্তর্ভূক্ত?, 
  • যাগের নাম কি? 
  • কোন যাগে এই মন্ত্র বলতে হয় ? 
  • কেন বলতে হয়?
  • স্তব মন্ত্র নাকি আহুতি মন্ত্র? 
  • ঋক মন্ত্র? 
  • মন্ত্রের আহুতি কে? 
  • হোত্র কে?  
এইসব কিছুই বা  মন্ত্রের কোন পরিচয়ই এরা দেয় নাই।  যাইহোক এরা অবৈদিক এবং বেদ এরা মানেন না এটা জিজ্ঞাসু চক্ষুর জন্য নতুন কিছু না। প্রশ্ন এখানে আরেকটা!!!


আসুন অক্ষয় প্রকাশনী থেকে প্রকাশিত শুক্লযজুর্বেদ সংহিতা পূর্বভাগ থেকে একই মন্ত্র প্রত্যক্ষ্য করি।


সুধী, এখানে মন্ত্রটির অর্থ খেয়াল করুন। ভন্ডদের দেয়া উক্ত মন্ত্রের যুক্তিতে আমি পরে আসছি। আপাতত এই ২ টি স্ক্রীনশট খেয়াল করুন। এখানে অক্ষয় প্রকাশনী থেকে যে সংহিতা তাতে ভিন্ন কথা লেখা। এখানে তো " বৈষ্ণব হও "  এমন বাক্য কি পাওয়া যাচ্ছে? উত্তর হল না। পাওয়া যাচ্ছে না। সংস্কৃত ভাষার বিভিন্ন মারপ্যাচ এখানে মারতে আসিনি। বেদের কিছু মন্ত্র একদম অপরিবর্তনীয়। এই সব মন্ত্রের কোন ভিন্ন অর্থ সাধারণত করা যায় না। কিন্তু এমন কিছু মন্ত্র আছে যা ভাষ্যকার বিভিন্ন অর্থ করে থাকেন। এখন আন্তর্জাতিক মানের একটি সংঘটন শুধু এক ভাষ্য নিয়ে এমন কথা বলবেন কেন? এটা কেমন ধরণের ভন্ডামি? ভক্ত সংখ্যা বাড়ানো আর নিজেদের দূর্বল বেসকে শক্ত করার জন্য কেনই বা এদের এরকম ভন্ডামির আশ্রয় গ্রহণ করতে হবে? 

এবার আসি যদি বেদে এই কথা থেকেও থাকে তাহলে প্রশ্ন হল এখানে কিসের ভিত্তিতে আপনাকে বৈষ্ণব হতে বলছে? 

যজ্ঞক্ষেত্র নির্বাচন  এবং এর অধিষ্ঠাতা -অধিষ্ঠাত্রী দেবতা -দেবীদের ক্ষেত্রে  প্রথমে তাঁর প্রার্থনা করা হয় এরপর তাঁর উদ্দেশ্যে যজ্ঞ করা হয়। সংহিতা ভাগ সব সময় যজ্ঞের উদ্দেশ্যে নিবেদিত। যজ্ঞতে যজ্ঞকর্তাকে অনেক কিছুর ভূমিকা পালন করতে হয় । এইবার এই ভাগে যেহেতু বিষ্ণুর বিক্রম বর্ণন করা হয়েছে তাই এই যজ্ঞে অবশ্যই যজ্ঞ যজমান বৈষ্ণব ( বিষ্ণু প্রীতি লাভের উদ্দেশ্যে উনার ভক্তি সাধন) হতে হবে। এখন এই মন্ত্রের মাধ্যমে কি বলা যায় যে সকল মানুষকে বৈষ্ণব হতে বলেছে? তাছাড়া যজ্ঞ শুধুমাত্র কয়েক মূহুর্ত বা কয়েক দিনের জন্য হয়ে থাকে। সেই সময় কেউ বৈষ্ণব বা বিষ্ণু ভক্ত থাকবেন এইটাই স্বাভাবিক। কিন্তু তাই বলে  Propoganda চালানো সরাসরি বেদে বলা বৈষ্ণব হতে বলা হচ্ছে এরকম মিথ্যাবাদী একমাত্র এরাই হতে পারে।  এতসময় যে আলোচনা করলাম তা মন্ত্রের এই ভাষ্যানুমোদিত সম্বোধ্য বা অর্থে কি ভাব প্রকাশ পায়, সুধীগণেরই তা বিচার্য। মন্ত্রগুলির মধ্যে কোনও সম্বোধ্য পদ নেই। সে ক্ষেত্রে শকট, হবিধান, ররাট্যন্ত, লজানি প্রভৃতি পদ অধ্যাহার করবার প্রয়োজনীয়তা উপলব্ধ মনে হয় না এই মিথ্যেবাদীর দল করেছেন।

আমার সর্বশেষ নিবেদন পাঠকের উদ্দেশ্যে, আমরা জানি বেদের সংহিতা ভাগে যজ্ঞ তথা কর্মকান্ড নিয়ে কথা বলে। আর আমাদের প্রিয় বৈষ্ণব সমাজ সবসময় আর্য সমাজের বিপক্ষে কথা বলার সময় মুক্তি নিয়ে কথা বলে আর্য সমাজকে কোনঠাসা করেন। সব সময়  পরা আর অপরা বিদ্যা নিয়ে কথা বলেন।  বিস্তারিত এই লিঙ্ক কিন্তু আজকে উনারাই কর্মকান্ড নিয়ে পোষ্ট দিচ্ছেন !! এইটা কি স্বেচ্চাচারী না? 

আরও বলা যায় এরা ভগবান বিষ্ণুদেবকে মানেন না। এদের মতে এক কৃষ্ণের থেকে লক্ষ লক্ষ বিষ্ণুর সৃষ্টি। এখন যখন বেদে কৃষ্ণ নিয়ে প্রশ্ন তোলা হয় তখন এরা নারায়ন বা বিষ্ণুকে দেখান। যখন কৃষ্ণের supremacy নিয়ে কথা  বলা হয় তখন এরা বেদের নারায়নকে দেখান। মানে যখন আসল ধরে টান দেয়া হয় তখন নারায়ন কৃষ্ণ এক। যখন এদের দলে ভিড়ে যাবেন তখন নারায়ন কিছুই না। কৃষ্ণই সমস্ত কিছু। 

আসলে এরা হল ভন্ড ধর্ম ব্যাবসায়ী। যা যা এদের সুবিধা তাই এরা মানে। যা এদের বিপক্ষে এরা তা মানেন না । যাকে ইংরেজী ভাষায় বলা হয় Hypocrisy...  



সাকার উপাসনার কিছু রেফারেন্স

 নিরাকারবাদী এবং একদল বিধর্মীদের দাবি বেদাদি শাস্ত্রে প্রতিমা পূজা এবং সাকার উপাসনার উল্লেখ নেই। সনাতন ধর্মাবলম্বীরা বেদবিরুদ্ধ মূর্তিপূজা ক...

Popular Posts