আজকাল অনেকেই দেখি সারাদিন উপোস করে যেকোন মন্দিরে গিয়ে ডাব আর জল দিয়ে শিবরাত্রীতে মন্দিরের শিবলিঙ্গে স্নান করিয়ে সমগ্র আয়োজন শেষ করে থাকেন। যা একদম ভুল ব্যাপার। সমগ্র সনাতন ধর্মে শুধুমাত্র এই একটি রাতকেই মহা পূন্যময় রাত আর এই পূজাকেই মহা বলে বিশেষায়িত করা হয়েছে। কারন , এই রাতেই প্রভু পরম প্রেমময় হয়ে ভক্তের সকল মনঃকামনা পূর্ণ করেন। এই রাতে প্রভুকে ৪ প্রহরে পূজা দেবার নিয়ম। যেমনটা শিব বা লিঙ্গ পুরাণে বর্ণিত রয়েছে। এই ৪ প্রহরের মাঝে মাঝে বিভিন্ন বৈদিক ঋষিকৃত স্তব স্তোত্রাদি পাঠে রাতটি অতিবাহিত করতে হয় এবং পরেরদিন সকালে পারণের মাধ্যমে উপোস ভাংতে হয়।
অনেকেই বলেন শুধু ভাল স্বামীর আশায়ই শিব পূজা করতে হয় যা একদম সঠিক নয়। অনেকেই দেখি শিবকে বৈষ্ণব ভেবে ইস্কন সহ অন্যান্য আসুরিক সম্প্রদায়ের সাথে তাদের মতানুযায়ী শিবরাত্রী করেন। এতে মহাদেব পরমেশ্বর শিবের চরম অপমান করাই হয়ে থাকে।
যাইহোক, আর কথা না বাড়িয়ে আসুন জেনে নেই কিভাবে এই মহাশিব রাত্রীর পূজা করতে হবে।
প্রথমে জানবো অর্ঘ্য কি।
অর্ঘ্যঃ ছোট কুশীতে বেলপাতা, লাল ফুল (জবা না) , তিল, আতপ চাল, লাল চন্দন আর জলই হলো অর্ঘ্য।
যদি এতগুলো পাওয়া না যায়, তাহলে শুধু জল আর আতপ চাল হলেই হবে।
মন্ত্র পাঠ করে কুশীর জল শিবের মাথায় দিতে হবে।
প্রতি প্রহরেই অর্ঘ দিয়েই প্রতিবার নিচের মন্ত্র পড়ে এদের পুজা করতে হবে
পূজা মানে প্রতি মন্ত্রে একটি ফুল নিয়ে মন্ত্র পড়ে পড়ে কোন পাত্রে বা তামার পাত্রে এই ফুল গুলো রেখে দিতে হবে ।
ওঁ এতে গন্ধে পুষ্পে ওঁ গৌর্যৈ নম
ওঁ এতে গন্ধে পুষ্পে গন পতয়ে নমো
ওঁ এতে গন্ধে পুষ্পে ব্রম্যাদষ্ট্য অষ্টমুর্তি গনেভ্য নমো
ওঁ এতে গন্ধে পুষ্পে অষ্টমুর্তিগনেভ্য নমো
ওঁ এতে গন্ধে পুষ্পে ওঁ বৃষভায় নমো
ওঁ এতে গন্ধে পুষ্পে ওঁ নন্দিকায় নমো
ওঁ এতে গন্ধে পুষ্পে শিবাদি সপরিবারায় সবাহনায় নমো
১ম প্রহরে স্নান
দুধ দিয়ে স্নান করাবেন
মন্ত্র: ওঁ হৌং ঈশানায় নমো:
ওঁ ইদং স্নানীয় দুগ্ধং ওঁ হৌং ঈশানায় নমো
অর্ঘ্য মন্ত্র : ওঁ শিবরাত্রি ব্রতং দেব পুজাজপ পরায়ণ:। করোমি বিধিবদ্দত্তং গৃহানার্ঘং মহেশ্বর।। এষোহর্ঘ্য ওঁ হৌং ঈশানায় নমো:
২য় প্রহর
দই দিয়ে স্নান।
মন্ত্র: ওঁ হৌং অঘোরায় নম।এতৎ স্নানীয় দধনা ওঁ নমো শিবায় নমো।।
অর্ঘ্য মন্ত্রঃ ওঁ নমো শিবায় শান্তায় সর্বপাপহরায় চ। শিবরাত্রৌ দদামর্ঘ্যং প্রসীদ উময়া সহ।এষোহর্ঘ্য ওঁ হৌং অঘোরায় নমো।।
৩য় প্রহর
ঘৃত (ঘি) দিয়ে স্নান
ইদং স্নানীয় ঘৃতং ওঁ হৌং বামদেবায় নমো
অর্ঘ্য মন্ত্রঃ ওঁ দুঃখ দারিদ্র্য শোকেন দগ্ধোহহং পার্বতীপ্রিয়।শিবরাত্রৌ দদামর্ঘ্যং উমাকান্ত গৃহাণা মে। এষোহর্ঘ্য ওঁ বামদেবায় নমো
৪র্থ প্রহর
মধু দিয়ে স্নান করাবেন।
মন্ত্রঃ ইদং স্নানীয় মধুঃ ওঁ হৌং সদ্যোজাতায় নমো।।
অর্ঘমন্ত্রঃ ওঁ ময়া কৃতান্যনেকানি পাপানি হর-শংকর।শিবরাত্রৌ দদামর্ঘ্যং উমাকান্ত গৃহাণা মে।
এষোহর্ঘ্য ওঁ হৌং সদ্যোজাতায় নমোঃ।।
অনেকেই বলেন শুধু ভাল স্বামীর আশায়ই শিব পূজা করতে হয় যা একদম সঠিক নয়। অনেকেই দেখি শিবকে বৈষ্ণব ভেবে ইস্কন সহ অন্যান্য আসুরিক সম্প্রদায়ের সাথে তাদের মতানুযায়ী শিবরাত্রী করেন। এতে মহাদেব পরমেশ্বর শিবের চরম অপমান করাই হয়ে থাকে।
যাইহোক, আর কথা না বাড়িয়ে আসুন জেনে নেই কিভাবে এই মহাশিব রাত্রীর পূজা করতে হবে।
প্রথমে জানবো অর্ঘ্য কি।
অর্ঘ্যঃ ছোট কুশীতে বেলপাতা, লাল ফুল (জবা না) , তিল, আতপ চাল, লাল চন্দন আর জলই হলো অর্ঘ্য।
যদি এতগুলো পাওয়া না যায়, তাহলে শুধু জল আর আতপ চাল হলেই হবে।
মন্ত্র পাঠ করে কুশীর জল শিবের মাথায় দিতে হবে।
প্রতি প্রহরেই অর্ঘ দিয়েই প্রতিবার নিচের মন্ত্র পড়ে এদের পুজা করতে হবে
পূজা মানে প্রতি মন্ত্রে একটি ফুল নিয়ে মন্ত্র পড়ে পড়ে কোন পাত্রে বা তামার পাত্রে এই ফুল গুলো রেখে দিতে হবে ।
ওঁ এতে গন্ধে পুষ্পে ওঁ গৌর্যৈ নম
ওঁ এতে গন্ধে পুষ্পে গন পতয়ে নমো
ওঁ এতে গন্ধে পুষ্পে ব্রম্যাদষ্ট্য অষ্টমুর্তি গনেভ্য নমো
ওঁ এতে গন্ধে পুষ্পে অষ্টমুর্তিগনেভ্য নমো
ওঁ এতে গন্ধে পুষ্পে ওঁ বৃষভায় নমো
ওঁ এতে গন্ধে পুষ্পে ওঁ নন্দিকায় নমো
ওঁ এতে গন্ধে পুষ্পে শিবাদি সপরিবারায় সবাহনায় নমো
১ম প্রহরে স্নান
দুধ দিয়ে স্নান করাবেন
মন্ত্র: ওঁ হৌং ঈশানায় নমো:
ওঁ ইদং স্নানীয় দুগ্ধং ওঁ হৌং ঈশানায় নমো
অর্ঘ্য মন্ত্র : ওঁ শিবরাত্রি ব্রতং দেব পুজাজপ পরায়ণ:। করোমি বিধিবদ্দত্তং গৃহানার্ঘং মহেশ্বর।। এষোহর্ঘ্য ওঁ হৌং ঈশানায় নমো:
২য় প্রহর
দই দিয়ে স্নান।
মন্ত্র: ওঁ হৌং অঘোরায় নম।এতৎ স্নানীয় দধনা ওঁ নমো শিবায় নমো।।
অর্ঘ্য মন্ত্রঃ ওঁ নমো শিবায় শান্তায় সর্বপাপহরায় চ। শিবরাত্রৌ দদামর্ঘ্যং প্রসীদ উময়া সহ।এষোহর্ঘ্য ওঁ হৌং অঘোরায় নমো।।
৩য় প্রহর
ঘৃত (ঘি) দিয়ে স্নান
ইদং স্নানীয় ঘৃতং ওঁ হৌং বামদেবায় নমো
অর্ঘ্য মন্ত্রঃ ওঁ দুঃখ দারিদ্র্য শোকেন দগ্ধোহহং পার্বতীপ্রিয়।শিবরাত্রৌ দদামর্ঘ্যং উমাকান্ত গৃহাণা মে। এষোহর্ঘ্য ওঁ বামদেবায় নমো
৪র্থ প্রহর
মধু দিয়ে স্নান করাবেন।
মন্ত্রঃ ইদং স্নানীয় মধুঃ ওঁ হৌং সদ্যোজাতায় নমো।।
অর্ঘমন্ত্রঃ ওঁ ময়া কৃতান্যনেকানি পাপানি হর-শংকর।শিবরাত্রৌ দদামর্ঘ্যং উমাকান্ত গৃহাণা মে।
এষোহর্ঘ্য ওঁ হৌং সদ্যোজাতায় নমোঃ।।
এছাড়াও ৪ প্রহরে আর কি কি দেয়া যায় তা নিম্নে দেয়া হল।
প্রথম প্রহরঃ দুধ,দই,ঘি,মধু,শর্করা,গন্ধাদি,জলধারা,
আতপ,চাল,তিল,
পুষ্প,পদ্মপুষ্প,করবীপুষ্প,ধূপ,দ্বীপ,নৈবেদ্য,পক্কান্ন, শ্রীফল যুক্ত অর্ঘ্য,তাম্বুল।
দ্বিতীয় প্রহরঃ
চন্দন,তন্ডুল,যব,পুষ্প,পদ্মপুষ্প,লাড্ডু,বীজপূর ফল দ্বারা অর্ঘ্য,ধূপ,দীপ,পায়েস,
তাম্বুল।
তৃতীয় প্রহরঃ চন্দন,তন্ডুল,গম,মন্দারপুষ্প,ধূপ,দীপ,পিঠানানাবিধ শাক,নৈবেদ্য,কর্পূর দ্বারা আরত্রি ,দাড়িম্বযুক্ত অর্ঘ্য দান।
চতুর্থ প্রহরঃ চন্দন,তন্ডুল,মাষকলাই,মুগ,প্রিয়ঙ্গু,কদলী দ্বারা অর্ঘ্য।
প্রতি প্রহরে শঙ্খীপুষ্প,চম্পকপুষ্প,
জাতিপুষ্প, পঞ্চামৃত ইত্যাদি অর্পন করিবে।
প্রতি প্রহরে জপ পূর্ব প্রহর অপেক্ষা দ্বিগুন হবে। প্রতি প্রহরে স্তোত্র, গীত,বাদ্য,নিত্য এবং নানা প্রকার গান করিবে।
রেফারেন্সঃশিবপুরাণ,জ্ঞানসংহিতা,অধ্যায়৭২।