Tuesday, December 13, 2022

কলিসন্তরণ ও হরে কৃষ্ণ নাম নিয়ে কিছু কথা। পাল্টা যুক্তি থাকলে কমেন্ট করুন আমি ভুল হলে স্বীকার করবো এবং পোষ্ট ডিলিট দিব।

 হরেকৃষ্ণ মহা-মন্ত্রের নামে, দেখুন আপনাদের সাথে কিভাবে কৃৈষ্ণবরা প্রতারণা করেন:--- 

কৃৈষ্ণবদের যখন প্রশ্ন করা হয়, হরেকৃষ্ণ মন্ত্র আপনারা বেদের কোথায় পেয়েছেন? প্রতারক কৃৈষ্ণবরা তখন উত্তর দেন, হরেকৃষ্ণ মহামন্ত্র আমরা পেয়েছি কলি সন্তরণ উপনিষদে। এখন প্রশ্ন হল,কলি-সন্তরণ কি সত্যিই ঋষিকৃত উপনিষদ বা প্রাচীন উপনিষদ'গুলোর অন্তর্ভুক্ত? প্রসঙ্গটি নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে বিচার করা যাক:

গৌড়ীয় কৃৈষ্ণবদের ধর্ম-বাবা হলেন,মধ্বাচার্য।

মধ্বাচার্য হলেন,গৌড়ীয় কৃৈষ্ণবদের গুরু পরম্পরার চার নাম্বার গুরু।

( প্রভুপাদ কৃত,শ্রীমদ্ভগবদগীতা যথাযথ বইয়ের,40 নং পৃষ্ঠায়,  গুরু পরম্পরার তালিকায় চার নাম্বারে মধ্বের নাম আছে।)

মধ্বাচার্য,দশটি উপনিষদের ভাষ্য করেছেন। যথা:- ঈশ,কেন,কঠ,প্রশ্ন,মুন্ডক,মান্ডূক্য, ঐতরেয়,তৈত্তিরীয়,ছান্দোগ্য ও বৃহদারণ্যক।

তাহলে,বোঝা যাচ্ছে, গৌড়ীয় কৃৈষ্ণবদের গুরু বাবা মধ্বাচার্যের সময়ে,কলি সন্তরণ উপনিষদের কোন ভাষ্য ছিল না। বা উনি করেন নাই। 

কৃৈষ্ণবদের আর একটি শাখা হল,শ্রী সম্প্রদায়।

শ্রী সম্প্রদায়ের একজন প্রখ্যাত আচার্য হলেন,রঙ্গরামানুজ।

রঙ্গরামানুজ দশটি উপনিষদের ভাষ্য করেছেন। সেখানেও,কলি সন্তরণ উপনিষদের নাম নেই। বঙ্গীয় সারস্বত গৌড়ীয় মঠ যে দশটি উপনিষদ প্রকাশ করেছেন, সেখানেও ঈশ উপনিষদের  বলদেব বিদ্যাভূষণের ভাষ্য  এবং কেন,কঠ,প্রশ্ন,মুন্ডক,মান্ডূক্য, ঐতরেয়,তৈত্তিরীয়,শ্বেতাশ্বতর উপনিষদের রঙ্গরামানুজের ভাষ্য দেওয়া আছে। অর্থাৎ,কৃৈষ্ণব সম্প্রদায়ের নিজেদের আচার্যরাই কলি সন্তরণ উপনিষদের অস্তিত্ব অস্বীকার করছেন না !!! 

এবার স্মৃতি শাস্ত্রের কথা বলিঃ 

  1. স্মৃতি শাস্ত্রের অন্যতম গ্রন্থ মনুস্মৃতিতে আমাদের মহামন্ত্র হিসাবে  বেদ মাতার গায়ত্রী  মন্ত্রকে পরিচয় করিয়ে দেয়া হয়েছে। 
  2. ভাগবত গীতাতে ব্রহ্মের স্বরূপ ওঁ  মন্ত্রকে বলা হয়েছে। 
  3. বেদের সংহিতা, ব্রাহ্মণ, আরণ্যক, মুখ্য উপনিষদ সহ পরিশিষ্টে এই মন্ত্র পাওয়া যায় না । কি আজব ব্যাপার !!!!
  4.  শ্রীকৃষ্ণের প্রামান্য জীবনী মহাভারত, এবং মর্যাদা পুরুষোত্তম  রাম এর জীবনী রামায়নেও এই মন্ত্র নেই !! 


এইবার মূর্খ কৃৈষ্ণবরা বলবেন যে, চৈতন্য মহাপ্রভু স্বয়ং শ্রীকৃষ্ণ ছিলেন তিনি এই হরেকৃষ্ণ নামের প্রমাণ কলি সন্তরণ উপনিষদ থেকে দেখিয়েছেন ও এই নামের প্রবর্তন করেছেন। 


তাহলে বলা যায়, চৈতন্য মহাপ্রভুর লিখিত কোনো বই নেই। উনার একমাত্র রচনা শিক্ষাষ্টকম । উনার ঘাড়ে বন্দুক রেখে চালনা কেন বাছা?? 


সাকার উপাসনার কিছু রেফারেন্স

 নিরাকারবাদী এবং একদল বিধর্মীদের দাবি বেদাদি শাস্ত্রে প্রতিমা পূজা এবং সাকার উপাসনার উল্লেখ নেই। সনাতন ধর্মাবলম্বীরা বেদবিরুদ্ধ মূর্তিপূজা ক...

Popular Posts