Friday, September 21, 2018

কনকধারা স্তত্র

অতুল সম্পদের অধিকারী হয়ে ধনী হওয়ার যারা স্বপ্ন দেখেন ও এই স্বপ্নকে সত্যি করার জন্য চেষ্টা করতে যারা মা লক্ষ্মীর স্মরণ নিতে চান তারা আদি শঙ্করাচার্য রচিত কনকধারা স্তোত্রমন্ত্র পাঠ করতে পারেন। এটি তেমন কঠিনও নয়। শাস্ত্রে এমন কিছু মন্ত্র রয়েছে, যার দ্বারা আকর্ষিত হয়ে ঈশ্বর অর্থ দিতে বাধ্য হন। আদি শঙ্করাচার্য রচিত কনকধারা স্তোত্র মন্ত্রকে এমনই সিদ্ধ মন্ত্র মনে করা হয়, যা নিয়মিত পাঠ করলে লক্ষ্মীর কৃপা সবসময়ে বজায় থাকে। কথিত আছে এই মন্ত্রের সাহায্যেই শঙ্করাচার্য সোনার বৃষ্টি করান। শুনেছি ধন বৃদ্ধির জন্য এই মন্ত্র অনেকেই পাঠ করেন। ফলাফল জানিনা।




আদি শঙ্করাচার্য রচিত কনকধারা স্তোত্র মন্ত্র
-----------------------------------------------------------
অঙ্গহরে পুলকভূষণ মাশ্রয়ন্তী ভৃগাঙ্গনৈব মুকুলাভরণং তমালম।
অঙ্গীকৃতাখিল বিভূতিরপাঙ্গলীলা মাঙ্গল্যদাস্তু মম মঙ্গলদেবতায়াঃ।।১।।

মুগ্ধ্যা মুহুর্বিদধতী বদনৈ মুরারৈঃ প্রেমত্রপাপ্রণিহিতানি গতাগতানি।
মালা দৃশোর্মধুকর বিমহোত্পলে যা সা মৈ শ্রিয়ং দিশ্তু সাগর সম্ভবায়াঃ।।২।।

বিশ্বামরেন্দ্রপদবিভ্রমদানদক্ষমানন্দ হেতুরধিকং মধুবিদ্‌বিষোপি।
ঈষন্নিষীদতু ময়ি ক্ষণমীক্ষণার্দ্ধমিন্দোবরোদর সহোদরমিন্দিরায়ঃ।।৩।।

আমীলিতাক্ষমধিগম্য মুদা মুকুন্দমানন্দকন্দম নিমেষমনঙ্গগতন্ত্রম্।
আকেকর স্থিত কনী নিকপক্ষ্ম নেত্রং ভূত্যৈ ভবেন্মম ভুজঙ্গরায়াঙ্গনায়াঃ।।৪।।

বাহ্যন্তরে মধুজিতঃ শ্রিতকৌস্তুভৈ য়া হারাবলীব হরিনীলময়ী বিভাতি।
কামপ্রদা ভগবতো পি কটাক্ষমালা কল্যাণ ভাবহতু মে কমলালয়ায়াঃ।।৫।।

কালাম্বুদালিললিতোরসি কৈটভারের্ধরাধরে স্ফুরতি য়া তডিদঙ্গনেব্।
মাতুঃ সমস্ত জগতাং মহনীয় মূর্তিভদ্রাণি মে দিশ্তু ভার্গবনন্দনায়াঃ।।৬।।

প্রাপ্তং পদং প্রথমতঃ কিল য়ত্প্রভাবান্মাঙ্গল্য ভাজিঃ মধুমায়নি মন্মথেন।
মধ্যাপতেত দিহ মন্থর মীক্ষণার্দ্ধ মন্দাবসং চ মকরালয়কন্যকায়াঃ।।৭।।

দদ্য়াদ দয়ানুপবনো দ্রবিণাম্বুধারাম স্মিভকিঞ্চন বিহঙ্গ শিশৌ বিষণ্ণ।
দুষ্কর্মধর্মমপনীয় চিরায় দূরং নারায়ণ প্রণয়িণী নয়নাম্বুবাহঃ।।৮।।

ইষ্টা বিশিষ্টমতয়ো পি যথা যযার্দ্রদৃষ্টয়া ত্রিবিষ্টপপদং সুলভং লভন্তে।
দৃষ্টিঃ প্রহূষ্টকমলোদর দীপ্তি রিষ্টাং পুষ্টি কৃষীষ্ট মম পুষ্কর বিষ্টরায়াঃ।।৯।।

গীর্দেবতৈতি গরুঢ়ধ্বজ ভামিনীতি শাকম্ভরীতি শশিশেখর বল্লভেতি।
সৃষ্টি স্থিতি প্রলয় কেলিষু সংস্থিতায়ৈ তস্যৈ নমস্ত্রি ভুনৈক গুরোস্তরুণ্যৈ।।১০।।

শ্রুত্যৈ নমোস্তু শুভকর্মফল প্রসূত্যৈ রত্যৈ নমোস্তু রমণীয় গুণার্ণবায়ৈ।
শক্তয়ৈ নমোস্তু শতপাত্র নিকেতানায়ৈ পুষ্টয়ৈ নমোস্তু পুরুষোত্তম বল্লাভায়ৈ।।১১।।

নমোস্তু নালীক নিভাননায়ৈ নমোস্তু দুগ্ধৌদধি জন্ম ভূত্যৈ।
নমোস্তু সোমামৃত সোদরায়ৈ নমোস্তু নারায়ণ বল্লভায়ৈ।।১২।।

সম্পতকরাণি সকলেন্দ্রিয় নন্দানি সাম্রাজ্যদান বিভাবানি সরোরুহাক্ষি।
ত্ব দ্বংদনানি দুরিতা হরণাদ্যতানি মামেব মাতর নিশং কলয়ন্তু নান্যম্।।১৩।।

যত্কটাক্ষসমুপাসনা বিধিঃ সেবকস্য কলার্থ সম্পদঃ।
সন্তনোতি বচনাঙ্গমানসংসত্বাং মুরারিহৃদয়ৈশ্বরীং ভজে।।১৪।।

সরসিজনিলয়ে সরোজ হস্তে ধবলমাংশুকগন্ধমাল্যশোভে।
ভগবতি হরিবল্লভে মনোজ্ঞে ত্রিভুবনভুতিকারী প্রসীদ মহ্যম্।।১৫।।

দগ্ধিস্তিমিঃ কমকুংভমুখা ব সৃষ্টিস্বর্বাহিনী বিমলাচারু জল প্লুতাঙ্গীম।
প্রাতর্নমামি জগতাং জননীমহেষ লোকাধিনাথ গৃহিণী মমৃতাব্ধিপুত্রীম্।।১৬।।

কমলে কমলাক্ষবল্লভে ত্বং করুণাপুরতরাং গতৈরপাড়ংঙ্গৈঃ।
অবলোকয় মাম কিংচনানাং প্রথমং পাত্রমকৃত্রিমং দয়ায়াঃ।।১৭।।

স্তুবন্তি য়ে স্তুতিভির ভূমিরন্বহং ত্রয়ীময়ীং ত্রিভুবনামাতরং রমাম্।
গুণাধিকা গুরুতরভাগ্যভাগিনো ভহন্তি তে বুধভাহিতায়াঃ।।১৮।।

।। শ্রী কনকধারা স্তোত্র সম্পূর্ণম্।।

শিব রাম নাম করেন তাহলে শিব কি রামের থেকে ছোট?

 সম্প্রতি রামায়েতদের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। প্রচুর রামায়েতের দেখা পাওয়া যাচ্ছে যারা শ্রীরাম চন্দ্রকে উপরে তুলতে গিয়ে পরমেশ্বর শিবকে ছোট করছেন...

Popular Posts