Friday, August 31, 2018

বাংলাদেশের কোন এক মফঃস্বল থেকে বলছি

খুব সকালবেলা ঘুম থেকে ওঠে সুবর্ণা। ওদের বাড়ির পাশেই মসজিদ, আজানের বিকট শব্দে ওর ঘুম ভেঙে যায়। তারপরও মরার মতো শুয়ে থাকে, মুসল্লীদের পায়ের শব্দ পায়। ওর কেমন যেন ভয় ভয় করে। কিসের ভয়? ওর প্রায়ই পূর্ণিমার কথা মনে পড়ে। সে তো ২০০১ সালের কথা। নির্বাচনে আওয়ামী লীগ হেরেছিল। হিন্দুদের পাড়াগুলোতে হামলে পড়েছিল নরদানবেরা। পূর্ণিমা ছিল ছোট্ট এক বালিকা, তার মা ধর্ষণ করতে আসা মুসলিম যুবকদের ডেকে বলেছিল:‘বাবারা, আমার মেয়েটা ছোট, তোমরা এক এক করে আসো।’
ওরও তেমনি ভয় করে। যদি ওরকম কিছু হয়। আলো ফোটার পরে বিছানা ছেড়ে ওঠে। একা বাইরে বেরোয় না। মাকে ডাকে। মা ওঠে। তারপর ও ঘরের দরজা খোলে। দাঁত ব্রাশ করে। থালাবাটিগুলো ধোয়, কাঠের গুঁড়ি চুলোয় গাদিয়ে চাল বসিয়ে দেয় চুলোয়। মা তরকারিগুলো কোটেন। সুবর্ণা তরকারি রান্না করে। রান্না শেষ হলে মা-মেয়ে স্নান করে আসে। এবার ঠাকুর পুজোর পালা। দু’জনে জোকার দিয়ে সবে ঠাকুরকে ভোগের প্রসাদ দিতে বসেছে এই সময়ে টিনের চালে একের পর এক ইট পড়ার শব্দ। জানালার কাঁচেও এসে ইট পড়ে। কাঁচের কোণা এসে লাগে সুবর্ণার গালে, রক্ত বেয়ে পড়ে। ওর মা ওকে নিয়ে বিছানায় লেপ মুড়ি দিয়ে শুয়ে পড়েন। ফ্লরে পড়ে থাকে দেবতাদের উদ্দেশ্যে নৈবেদ্য ও থালা।

এভাবে কতোক্ষণ কেটে গেছে কে জানে, ভীতির মধ্য থেকে যখন সময় মানুষের যায় তখন সে টের পায় না কী তার অভিব্যক্তি, তলোয়ার দিয়ে গলা দু’ফাঁক করা হয়েছে যেন। সুবর্ণা এক সময় লেপের মধ্য থেকে হামাগুড়ি দিয়ে বেরিয়ে পড়ে। ওর মা তখনও শুয়ে। চোখের পাশ থেকে গড়াচ্ছে অশ্রুকণা। সুবর্ণা মায়ের কপালে হাত রাখে, চুমু খায়, চোখের জল মুছিয়ে দেয়। তারপর ফ্লরে বসে ছোট ছোট থালাগুলো গুছিয়ে ঠাকুরাসনের দেব-দেবীদের মূর্তির সামনে রাখে, কৌটো থেকে চামচে বের করে চিনি দেয়, আর ছোট ছোট গ্লাস ভরা জল, লক্ষ্মীর কপালে সিঁদুরের রেখা আঁকে, ঠাকুরাসনের পর্দাটা সরিয়ে দিয়ে কিছুক্ষণ মন্ত্র জপে। এখন দেবতারা অন্নভোগ করবেন।
সুবর্ণা উঠে দাঁড়িয়ে জানালার কাছে যায়। গায়ের জোরে চিৎকার করে গালি দেয়:‘খাঙ্কির বাচ্চাআআ…।’
প্রায় প্রতিদিন সকালবেলা একই ঘটনা ঘটে। এরপর আর খাবার রুচি হয় না। তবুও মার জন্য খেতে হয় সুবর্ণাকে। মা-ও খেতে চায় না। তবুও বুঝিয়ে-সুজিয়ে মাকে খাইয়ে নিজেও দু’টো পেটে দিয়ে জামাকাপড় পাল্টে বেরিয়ে পড়ে।
সকাল এগারটার দিকে ওর কলেজ। বেশ কিছুটা পথ হাঁটতে হয়। মফস্বল শহরের কলেজ। পথে আসতে-যেতে ছেলেগুলোকে সে দেখে, ব্রীজের ঢালে দাঁড়িয়ে আছে। দূর পর্যন্ত একবার দেখে নেয়। রাস্তায় লোকজন আছে। সুবর্ণা বড় একটি নিশ্বাস নিয়ে আবার চলতে শুরু করে। ওগুলোর বেশ কয়েকটার আবার লম্বা দাড়ি। দাড়িগুলো দেখলেই ওর ঘেন্না লাগে। ওর এমনিতে যৌনকেশ না কাটলেই কেমন ঘিনঘিন করে। তার ওপর মুখের ওপর ওতগুলো দাড়ি নিয়ে ওরা কিভাবে যে ঘুমোয়, খায়। সূর্যের আলো ওদের গায়ে এসে পড়েছে। সে ছায়া রাস্তার ওপর। সুবর্ণা সে ছায়াগুলোকেও মাড়ায় না। দূর থেকে চলে যায়।
কথাটা ওর কানে আসে। ‘হিন্দু মেয়েটার লগে যদি প্রেম করতে পারতাম। আমার খুব শখ একটা হিন্দু মেয়েকে বিয়ে করবো।’
সুবর্ণা সেদিকে তাকায় না। চুপচাপ হেঁটে চলে যায় কলেজের দিকে।
সুবর্ণাকে যতক্ষণ দেখা যায় ততক্ষণ ওরা রসালো আলাপ করে। ছেলেটার নাম ইসমাইল। মোবাইলে সানি লিওনের একটা পর্ণভিডিও চালায়।
‘সুবর্ণাকে বিয়ে করলে তোর বাপমা মানবে?’ জানতে চায় আলম।
‘মানবে না কেন? ঐ উছিলায় আমরা সবাই বেহেশতে যেতেও পারবো।’
‘তবে মালাউনের বাচ্চা মালাউন বেশি বাড়ছে। ওকে সাইজ করতে হইবো। কোন একদিন বাগে পাইলে মনের খয়ায়েশ মিটাইয়া খাইতাম।'
ভাঙা মঠের ওপর থেকে ওপাশের শ্মশানের ধোঁয়া দেখা যায়।
ওদিকে সুবর্ণা কলেজে এসেছে। ক্লাসরুমে ঢুকে দেখে সাবিহা কোথায় বসা। জায়গাটা মেপে নেয় দ্রুত চোখ বুর্লিয়ে। সাবিহা ওকে পছন্দ করে না সুবর্ণা তা ভাল জানে। কারণ কি? কখনোই ওর সঙ্গে কিছুই কখনো হয়নি। কলেজের প্রথম দিন থেকে সাবিহা ওর সঙ্গে দূরত্ব রাখে। একবার কথা বলতেও গিয়েছিল যেচে। সাবিহা পালিয়ে যাবে না কি করবে বুঝতে পারছিল না, শেষে বোরখা পরা সাবিহা চিৎকার করে ওকে বলেছিল:‘তুমি আমাকে ছোঁবে না।’
হতভম্ব হয়েছিল সুবর্ণা। শুধুমাত্র হিন্দু বলে এমন ব্যবহার। সে আবার শিক্ষা নেবার জন্য কলেজে এসেছে। এর তো বাংলাদেশের কোন কওমি মাদ্রাসায় পড়া উচিত ছিল।
কিন্তু ওদিকে ব্যতিক্রমও আছে। এই যেমন রেখা। সেও মুসলিম পরিবারের মেয়ে। ওর সঙ্গে ভাল বন্ধুত্ব। ওরা একই টিচারের কাছে হিসাববিজ্ঞান পড়ে। ঘুরতে চায়। ক্লাসের ফাঁকে ফাঁকে আড্ডা দেয়।
আজও গিয়ে রেখার পাশে গিয়েই বসে। রেখাও তো মুসলিম পরিবারের মেয়ে। কিন্তু সে তো সাবিহার মতো বিদ্বেষী নয়। ও যেন অচ্ছুত, ওর শরীর সাবিহার গায়ে লাগলেই যেন সাবিহা অপবিত্র হয়ে যাবে।
কলেজে দু’টো ক্লাস করে রেখা ও সুবর্ণা বেরিয়ে পড়ে। ওরা রেখার বাড়ি যায়। রেখার সঙ্গে কাল ঠিক করে রাখাই ছিল। অনুশীলনী থেকে হিসাববিজ্ঞানের কয়েকটি অঙ্ক বোঝেনি, গতকাল আলামিন স্যার, ওরা যার কাছে পড়ে, সুবর্ণা ঠিকঠাক বোঝেনি। রেখা আবার একাউন্টিং সাবজেক্টটা ভাল বোঝে।
অঙ্কগুলো বুঝে করতে করতে বেশ সময় লাগে। পয়তাল্লিশ মিনিট। দু’টো ফাইনাল একাউন্ট সমাধান করতে না করতেই তিনটে বেজে গেছে।

‘আজ তাহলে যাই।’ সুবর্ণা রেখাকে বলে।
‘সেকি?’
‘হ্যাঁ, অনেক বাজে। প্রায় তিনটে।’
‘চল। খেয়ে যা।’
‘নারে, বাসায় খাব।’
তবুও রেখা ছাড়তে চায় না। ওদিকে রেখার কাছ থেকে অঙ্কগুলো বুঝে নেয়ার সময় সুবর্ণা গরুর মাংস রান্নার গন্ধ পেয়েছিল। রেখার মা তখন রান্না করছিল। সেক্ষেত্রে আজ ওর রেখাদের বাড়িতে খাওয়া ঠিক হবে না।
রেখা আনমনে কি যেন ভাবছে দেখে রেখা হেসে ফেলল।
‘কিরে? তুই গরুর মাংসের কথা ভাবছিস?’
‘মা তোর জন্য মুরগির মাংসও রান্না করেছেন। খেয়ে যা। দুপুরবেলা আমাদের বাড়ি থেকে আমাদের চৌদ্দ পুরুষের আমলে কেউ না খেয়ে যায়নি। এটা আমাদের বাড়ির রেওয়াজ। তুই ভাল করে জানিস। আমরা খানদানি পরিবার। তোর জন্য আমাদের এ গর্ব নষ্ট হয়ে যাক তা তুই চাস?’
সুবর্ণা না করতে পারে না। ওর এমনিতে ক্ষুধাও লেগেছে খুব। হাতমুখ ধুয়ে টেবিলে বসে পড়ে।
রেখার মা দু’টো প্লেটে ভাত দিয়েছেন। রেখা ও সুবর্ণার জন্য।
‘কাকীমা, আপনি খাবেন না?’
‘খাবো তো। শোনো মামণি, তোমাকে একদিন বলেছিলাম, আমাকে কাকীমা বলবে না, চাচীমা বলবে। বেসিনে হাত ধুয়ে বসে পড়ো।’
সুবর্ণা কিছু বলে না। ও আড়চোখে দেখে টেবিলে গরুর মাংস আছে কিনা। হিন্দুধর্মে নাকি গরু খাওয়া নিষেধ। তাই এক টেবিলে খেতে বসে গরুর মাংস না রাখার ভদ্রতাটুকু আশাকরি তিনি দেখাবেন।
না। টেবিলে গরুর মাংস নেই। ও হাত ধোঁয়ার জন্য বেসিনের দিকে যায়। বেসিনে হাত ধুতে ধুতে রান্নাঘরে দিকে তাকিয়ে ও ভেতরে ভেতরে ধাক্কা খায়। গরু মাংসের দু’টো বাটিতে গরুর মাংস, আর ওর জন্য একটা বাটিতে মুরগির মাংস রাখা আছে। কাকীমা মুরগির বাটিতে গরুর মাংসের ডেকচি থেকে অল্প একটু ঝোল ঢাললেন।
সুবর্ণা হাত ধুয়ে টেবিলে আসে। ওর ভেতরে উথালপাথাল চলছে। রেখার মা এমন কিছু করবেন ও ভাবতে পারেনি। সে রেখার মা’কে বিশ্বাস করেছিল। আগে এমন কতদিন তিনি এমন খাইয়েছেন কে জানে। অদ্ভুত তো! এতেও কি তার ছোয়াব হবে?
রেখা আর সুবর্ণা টেবিলে বসে। রেখার মা হাত বাটি তিনটে নিয়ে এলেন। ডাইনিং টেবিলের পাশে চারটি চেয়ার। সুবর্ণার দু’পাশে রেখা ও তার মা বসা। রেখার পাতে ওর মা গরুর মাংস ঢেলে দিলেন। নিজের পাতেও ঢাললেন। সুবর্ণার পাত্রে গরুর ঝোল মিশ্রিত মুরগির মাংস ঢেলে দিলেন।
সুবর্ণার প্রচণ্ড বমির বেগ পেল। সে এক দৌড়ে বাথরুমে ঢুকে পড়ল।
বমি করে, বাথরুম থেকে বেরিয়ে সুবর্ণা জানালো ওর শরীর ভাল লাগছে না। ওর খেতে ইচ্ছে করছে না। রেখা ও রেখার মা অনেক জোরাজোরি করল। কিন্তু সুবর্ণা আর খেল না।
বাজারে ওদের ছোট একটা ওষুধের দোকান আছে। সেটা ওর বড় ভাই চালায়। খুব বেশি চলেও না। দোকানটার নাম জগৎবন্ধু মেডিসিন। ওর বাবার একসময় বেশ সুনাম ছিল। বাবা মারা যাবার পরে দাদা এল.এম.এফ পাশ করে বেশ কিছুদিন ভাল চালিয়েছে। অনেক লোকও আসতো। জগৎবন্ধুর হাতের দেয়া প্রেসক্রিপশন না পেলে কি হবে, তার ছেলে তো আছে। মানুষের মনে এমন একটা ভাবনা ছিল হয়তো। কিন্তু গত দশ বছরে আস্তে আস্তে পড়তির দিকে গেছে।
দোকান না চলার কারণ কি? দাদার কাছে অনেকবার জানতে চেয়েছে। দাদা বলতো না। ওকে উল্টো বকা-ঝকা করা হত ব্যবসাটাও ঠিকমত করতে পারে না দেখে। একদিন ওর দাদা একদিন বলল:‘বাজারে আল-মদিনা মেডিসিন খোলার পর থেকে এখন আর অধিকাংশ মুসলিমরা আমার দোকানে ওষুধ কিনতে আসে না।’ পাশাপাশি দোকান। অচেনা, পথচলতি কাস্টমারেরা দোকানের সামনে এসে সাইনবোর্ড দেখে, আমার দিকে কটমট করে তাকায়, তারপর আল-মদিনা মেডিসিনে ঢুকে পড়ে।’
বাসায় ফেরার পথে সুবর্ণা বাজারে রিক্সা থেকে নামে। দাদার দোকানে যায়। মায়ের জন্য ওষুধ নিয়ে আসে। দাদার সঙ্গে কথা হয় দু’একটা।
এখান থেকে বাড়ি বেশিদূরে না। হেঁটে হেঁটে বাড়ি চলে আসে।
বাড়ি ফিরে দেখে ছোটভাই রবিনের আবার মাথা ফেটেছে।
ছোটবেলায় ওদের মাথা ফাটতে ফাটতে মাথা থ্যাতা থ্যাতা হয়ে গেছে। প্রতি মাসে দু’বার করে ওদের ভাইবোনদের মাথা ফাটতো। হয়তো উঠোনে খেলছে, কোথা থেকে ঢিল এসে মাথায় পড়তো। ঢিলগুলো ছোঁড়া হত পড়শিদের কোন না কোন বাড়ির ছাদ থেকে।
আজকে আবার কি ঘটলো? ভাবছে সুবর্ণা। এখন তো ওরা বুঝতে শিখেছে। ওভাবে কেউ শত্রুতাবশত ঢিল ছুঁড়ে মারলে তাকে হয়তো রবিন দেখতে পেয়েছে। শত্রুতাও বা কি? ওদের সঙ্গে তো এলাকার কারো সঙ্গে বিশেষ কোন ঝগড়া নেই। শুধু ধর্মের ভিন্নতার কারণে ওরা অনেকটা একা হয়ে গেছে।
জখম তেমন গুরুতর কিছু নয়। ঘরে ব্যান্ডেজ ছিল। জায়গাটা স্যাভলন দিয়ে পরিস্কার করে ব্যান্ডেজ বেধে দিয়েছে মা।


‘বল এবার, কি হয়েছে?’
‘আমাকে মেরেছে শামীম। আমরা ক্রিকেট খেলছিলাম। প্রতিদিনই স্কুলের পরে ক্রিকেট খেলে বাসায় আসি। আমাকে ওরা একদিনও ইউকেট কিপিং করতে দেয় না। অথচ আমি উইকেট কিপার হিসেবে ভালো খেলি। বাউন্ডারিতে ফিল্ডিং করতে দেয়। বলও ভাল করি। একদিনও বল করতে দেয় না। ব্যাটিং আগে পেলে সবার শেষে খেলতে নামায়। বেশিরভাগ দিন দেখা যায় ব্যাটিং করতে নামার পরপরই অন্যজন আউট হয়ে যায়। আর ব্যাটিং পরে পেলে আমি নামার আগেই হয়তো ম্যাচ আমাদের দল জিতে যায়। অথবা লাস্ট ইউকেটে আমি নামলে ম্যাচ ডিক্লেয়ার দিয়ে ফেলে। আজ এর প্রতিবাদ করেছিলাম। কথা কাটাকাটি করলে আমার মাথায় স্ট্যাম্প দিয়ে বাড়ি মেরেছে দর্জিবাড়ির শামীম।’
‘কেউ কিছু বলেনি?’
‘না। অন্যরা দাঁড়িয়ে হাসছিল।’
‘তুমি আর ওদের সঙ্গে খেলতে যাবে না।’
‘আমি আর কারো সঙ্গে খেলতে যাবো না। আমি হিন্দু বলে ওরা আমার সঙ্গে এমন করে। হিন্দু হওয়া কি আমার পাপ? আমি কি ইচ্ছে করে হিন্দু হয়েছি।’ বলে কাঁদতে থাকে রবিন।
ঘরের বাতাস গুমোট হয়ে ওঠে। যেন কতদিন ধরে এ ঘরের দরজা বন্ধ আছে। সুবর্ণা কিছু বলে না। ওর ছোটভাই রবিনের কথাগুলো আজ কেমন যেন কঠোর শোনায়। কথাগুলোর ভেতরে অভিমানেরও বেশি জেদ আছে। করাতকলের শব্দের মতো। ভাইটার মাঝে পরিবর্তন আসতে শুরু করেছে। একই সমাজে বাস করেও ওরা যে আলাদা, ওদের যে আলাদা করে রাখা হয়েছে তা রবিন আস্তে আস্তে বুঝতে শুরু করেছে।
সুবর্ণা দুপুরে খেয়েদেয়ে বিছানায় একটু গা এলায়। আজ কোচিং নেই। বিকেলে ওর একটা প্রাইভেট টিউশনি আছে। একটু চোখ লেগেছে ওর ছোটবোন পুজার প্রশ্নে ঘুম ভাঙলো। তারমানে সাড়ে চারটা বাজে। ওর স্কুল চারটায় শেষ হয়। ভাবল সুবর্ণা।
‘দিদি, লাল পিঁপড়া কি হিন্দু?’
শুনে কেঁপে ওঠে সুবর্ণা।
‘মানে?’
‘লাল পিঁপড়া কি হিন্দু, আর কালো পিঁপড়া কি মুসলিম?’
‘এ কথা তোমাকে কে বলেছে?’
‘আজ টিফিন আওয়ারে আমরা স্কুলের বারান্দায় বসে ছিলাম। এমন সময় আমাদের সঙ্গে বসা একটি মেয়ে লাল পিঁপড়াগুলোকে দেখিয়ে বলে ওগুলো হিন্দু পিঁপড়া। তখন সে পিঁপড়াগুলো পা পিঁষে মারে।’
নাহ! এগুলোর জ্বালায় আর থাকা যাচ্ছে না। লাল পিঁপড়া আর কালো পিঁপড়ার গল্প ওরাও শুনেছে আগে। তখন কেউ মারতো না। এখন লাল পিঁপড়া পায়ের নিচে পিঁষে মারায় এসেছে ঘটনা ঠেকেছে।
পুজা একটু সোজাসাপ্টা মেয়ে। তাই ওকে নিয়েই সুবর্ণার যত ভয়। জীবনকে বুঝতে ওর রবিনের থেকেও বেশি সময় লাগবে হয়তো। ও এখনো সংস্কৃতির মাঝে কিভাবে ইসলামকে চাউর করা হচ্ছে, বৈষম্য তৈরি করা হচ্ছে এসব বোঝে না।
‘এসব কথা যারা বলে তারা মূর্খ। অথবা জ্ঞানপাপী। মূর্খরা না জেনে কথা বলে, আর জ্ঞানপাপীরা জেনেশুনে মিথ্যে কথা বলে মানুষের মাঝে ভেদ তৈরি করে। এদের সঙ্গে কথা বলবে বুঝে শুনে, বেশি বলবে না, শুনবে।’
বিকেল পাঁচটার দিকে প্রাইভেট পড়াতে যায় সুবর্ণা। যে মেয়েটিকে পড়ায় ওর নাম হুমায়রা। হুমায়রার মা এর মাঝে একদিন বলছিল: জল একটি হিন্দু শব্দ। পড়ানোর সময় ‘জল’ পড়ানো যাবে না। সুবর্ণার মাথায় ঠিক কাজ করে না, ও বুঝতে পারে না কি পড়াবে। মেয়েটিকে সব সাবজেক্ট পড়ায়। স্কুলের পড়াটাও ঠিকঠাক করে কিনা দেখে, হোমওয়ার্কে সাহায্য করে। যেমন বাংলায় আছে: ‘ডুবে ডুবে জল খাওয়া’ মানে গোপনে কোন কাজ করা। সে ওটাকে পড়ায় ‘ডুবে ডুবে পানি খাওয়া’। ওরা পড়েছিল গণিতে, তিনটি ড্রামে যথাক্রমে ২২৫, ৩৭৫ ও ৫২৫ লিটার জল ধরে। সর্বাধিক জল ধরে এরূপ কলসি হলে শেষ ড্রামে কত কলসি জল ধরে? এই একই গণিতে হুমায়রাদের সময়ে এসে ‘পানি’ হয়ে গেছে। অথচ এরা জানে না ‘পানি’ শব্দটি সংস্কৃত শব্দ ‘পানীয়’ (যা পান করার যোগ্য) থেকে এসেছে। দিল্লীতেও ‘পানি’ শব্দের প্রচলন আছে। অথচ ‘জল’ শব্দটি বাংলা শব্দ। হিন্দুদের মুখে জল শুনে মুসলিমরা ‘জল’কে হিন্দুয়ানি শব্দ ভেবেছে। ‘বাংলার মাটি বাংলার জল’ সনেট কবিতার ক্ষেত্রে কি পড়াবে, ও বুঝতে পারে না। কবিতাটি দ্বিজেন্দ্রলাল রায়ের লেখা। কবিতার দু’পঙক্তি এরকম:‘বাংলার মাটি বাংলার জল/বাংলার বায়ু, বাংলার ফল/পূণ্য হউক, পূণ্য হউক, পূণ্য হউক হে ভগবান।’ তাই কবিতাটি বাদ দিয়েছে। কেননা এখানে জলের বদলে পানি আর ভগবানের বদলে আল্লাহ পড়ালে কবিতাটি বিকৃত হয়ে যাবে। তারচে’ কবিতাটি পাঠ্যতালিকা থেকে বাদ দেয়া ভাল। তাই কবিতাটি হুমায়রাকে পড়ায়নি সুবর্ণা।

হুমায়রাকে পড়িয়ে আজানের পরপর বাড়ি ফিরে আসে সুবর্ণা। ততক্ষণে নামাজ পড়ার আয়োজন চলছে। সকালের দিকে মাহফিলের স্টেজ বানানো চলছিল। রাস্তা জুড়ে মাদুর, হোগলা, পাটি বিছিয়ে ধর্মপ্রাণ লোকেরা তাদের বসার জায়গাতেই পশ্চিম দিকে মুখ করে নামাজ পড়তে দাঁড়াচ্ছে। রাস্তা বন্ধ। কোন রিক্সা বা গাড়ি যাওয়ার অবস্থা নেই। বাড়ির দিকে যেতে হলে সরু একটু জায়গা আছে। ওখান থেকেই যেতে হবে। অগত্যা কি আর করা। ওড়না মাথায় ও বুকে ভাল করে পেঁচিয়ে চোখ স্থির সামনে রেখে শূন্য অভিব্যক্তিহীন দৃষ্টিতে সুবর্ণা এগিয়ে যায়। মাহফিলে বসা অসংখ্য মাথা ওর দিকে ঘোরে। কারো কারো চোখ মুদে আসে সুবর্ণার শরীরের পারফিউমের গন্ধে। কয়েকশ’ চোখ ওর বুকে, ঠোঁটে, পাছায় ঘোরে। সে স্পর্শগুলো যেন টের পায় সুবর্ণা। সভ্যতার গভীর অন্ধকারে যেন হাজার হাজার সাপেদের নারকীয় সঙ্গম চলছে। ঐটুকু রাস্তা যেন অনন্ত যোজন পথ। কুকুরদের শৃঙ্গারের অন্তিম শব্দে ভরা।
ও বাড়িতে ঢুকতে ঢুকতে মাহফিল শুরু হয়ে যায়। বড় হুজুরের নাম মাইকে শোনা যায়। তিনি আজ ওয়াজ করবেন। ঘরে ঢুকে এক গ্লাস জল খায় সুবর্ণা। মা তখন সন্ধ্যাবাতি জ্বালছেন ওদের বাড়ির মাঝে পৈতৃক শ্মশানে। সেখান থেকে তিনি ঘরে এসে ভগবানের নাম জপ করতে করতে দুয়ারে জলের ছিটা দেন। পাঁজালে নারকেলের ছোবড়া সাজিয়ে আগুন জ্বালান, ধূপ দেন। পাঁজাল নিয়ে প্রতিটি ঘরগুলোতে ঘুরে বেড়ান। সুগন্ধী ঘ্রাণ ছড়িয়ে পড়ে সারা বাড়িতে। যেন সব অশুভ শক্তি এ ঘ্রাণে পালিয়ে যাবে। এরপর ঠাকুরাসনের কাছে এসে জোকার দেন। প্রতিদিন সন্ধ্যায় এ পাড়ায় হিন্দু বাড়িগুলোতে জোকার দেয়া হয়। অনেকের বাড়ির উঠোনে মন্দিরে বাড়ির সব নারীরা দল বেঁধে জোকার দেয়। সে স্বর হয় উচ্চ। কিন্তু তারা আজ জোকার দেয় অনেক ক্ষীণ স্বরে। যাতে রাস্তায় মাহফিলের স্থানে নামাজ পড়তে দাঁড়ানো লোকেদের কানে না পৌঁছায়।
ওদিকে নামাজ পড়া চলছে। এদিকে সুবর্ণা স্নানঘরে ঢোকে। উলঙ্গ হয়ে ঝর্ণার নিচে চোখ বন্ধ করে দাঁড়ায়। স্তন, গুঁড়ি গুঁড়ি কেশময় যোনি, হলদে পাখির রঙের লোভনীয় উরুদেশে হাত ঘঁষে ধোয়। এখনও কেউ ছোঁয়নি। এখনও কেউ চুম্বন করেনি। এখন কেউ পায়নি ওষ্ঠের গোপন স্বাদ, দুই পায়ের ঝিনুকের ফাঁকে একছত্র মাংসের গোপন কান্না কেউ শোনেনি।
গা মুছে, পোশাক পড়ে, স্নানঘর থেকে বেরিয়ে বিছানায় একটু বসে। মা এসে গরুর গরম দুধ আর দু’টুকরো রুটি দিয়ে যায়। মাইকের শব্দ খুব কানে বাজছে। ওয়াজের ফাঁকে ফাঁকে মাইকে বলা হচ্ছে কোন সামর্থ্যবান বান্দা কি আছেন যিনি অসমাপ্ত মসজিদের একটি জানালা, একটি দরজার ব্যয়ভার করবেন। একজনকে পাওয়া গেছে যিনি সৌদি আরব থেকে হজ্জ করে এসেছেন। আর কাউকে পাওয়া যাচ্ছে না। লোহার পাতের একটি জানালার দাম আর ক’টাকা? সাত হাজার বা আট হাজার। মাহফিলে আসা এত লোকের মাঝে কি কয়েকজনেরও এ সামর্থ্য নেই। আছে। আসলে তারা মাহফিলে এসেছে অশেষ নেকী হাসিলের জন্য। মাহফিলে এসে কর্ণকুহরে ওয়াজ ঢুকিয়েই তাদের নেকী হাসিল হয়ে গেছে। এখন আর মসজিদের জন্য আলাদা করে খরচ করার দরকার কি?
এলাকার কুখ্যাত কিছু লোকজন যারা কিছু বছর আগেও চোর, বদমাশ ছিল। কিংবা জেলা কোর্টে চিছকে উকিল নামকে খ্যাত ছিল এরা এখন  এলাকার মাথা। এই মসজিদটা আসলে বেশীদিনের না। জায়গাটা ছিল এক হিন্দু বিধমা মহিলার। ৯২-৯৩ সালে মুসলিম আক্রমণের ভয়ে মহিলা নিরুদ্দেশ হয়ে যান এরপর আর কেউ উনাকে খুজে পায় নাই আজ পর্জন্ত। নিজের সম্ভ্রম বাঁচাতে হয়তো পালিয়েছিলেন কিন্তু হয়তো শেষ রক্ষা হয় নাই।সেই মহিলার জায়গা সরকার ডিসির খাস খতিয়ানের আওতায় নিয়ে আসেন। কিন্তু ৯৬ সালে আওয়ামীলীগ আসার পর কোন এক হিন্দু এমপির ধর্মপ্রাণ মুমিন পিএ জায়গাটি দখল করে মক্তব( মাদ্রাসার একটু ছোট ভার্সন) করে দেন। আর সেই মক্তব এখন ডালপালা মেলে একটি প্রকান্ড মসজিদের আকার ধারণ করেছে। ডিসি যারাই আসেন এরা ভাল করেই জানেন এসব জায়গায় হাত দেবার ক্ষমতা উনার কেন বাংলাদেশের আর্মিরও নেই। কারণ ইস্যু উঠবে মসজিদ ভাঙ্গা হচ্ছে। সাথে সাথে হাজার হাজার অন্ধ মুমিন কিছু না বুঝেই হামলা শুরু করবে। আর আইন শৃঙ্খলার ১২টা বাজবে। তাই ডিসি চুপ করে মেয়াদ উত্তির্ণ করে স্থান ত্যাগ করেন আবার নতুন ডিসি আসেন। এই মসজিদ হবার পর থেকে এলাকায় দুর্গা পুজার প্যান্ডেল থেকে শুরু করে কীর্তন, ঘন্টা, খোল -কর্তাল ইতায়দি বাজানোতে নিষেধাজ্ঞা আসে। একজন স্থানীয় আওয়ামীলিগের নেতা আছেন যিনি হিন্দু কিন্তু উনিও ভয়ে উনার বাসার পুজার প্যান্ডেল সীমিত করে আনছেন। কারণ দিনের শেষে উনাকে উনার ক্ষমতা নিয়ে নিজের আখের গুছাতে হবে। শুনেছি উনি কানাডা পালানোর প্রস্তুতিতে আছেন। যদিও এইখানে উনি সম্পত্তির বিশাল পাহারের মালিক। তবুও স-পরিবারে কানাডা পালাবেন। কারণ হিন্দুরা বরাবরই স্বার্থপর জাতি।

রবীন্দ্রনাথের নাম কানে যেতেই সুবর্ণা একটু সচেতন হল। কি বলছে মাইকে? রবীন্দ্রনাথ লিখেছিল:‘…তোমার পায়ে ঠেকাই মাথা।’ বলেন আস্তাগফিরুল্লাহ। এক আল্লাহ ছাড়া মুসলমান আর কারো পায়ে মাথা ঠেকায় না। বলেন ঠিক কিনা? ঠিক। ঠিক। সমস্বর ওঠে। ওদিকে দেখেন কবি কাজী নজরুল কী বলেছিলেন। নজরুল লিখেছিলেন:‘মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই/যেন গোরে থেকেও মোয়াজ্জিনের আজান শুনতে পাই।/আমার গোরের পাশ দিয়ে ভাই নামাজীরা যাবে/পবিত্র সেই পায়ের ধ্বনি এ বান্দা শুনতে পাবে।’ বলেন সুবানাল্লা। রবীন্দ্রনাথ হল হিন্দুদের কবি, আর নজরুল হলো মুসলমানদের কবি। নজরুল আমাদের জাতীয় কবি। রবীন্দ্রনাথের লেখা কেন আমাদের জাতীয় সঙ্গীত হবে? জাতীয় কবিই তো জাতীয় সঙ্গীত লিখবে। কি কন আপনারা? ঠিক। ঠিক। ঠিক।
শুনে, সুবর্ণা কি ভাববে তাই খুঁজে পায় না। আজ আর পড়াশোনা হবে না। যদিও কাল কলেজের কিছু হোমওয়ার্ক ছিল। সকালে উঠে করা যাবে। দাদার দোকান থেকে আসতে দেরী হবে। বৌদি দাদার সঙ্গে খাবে। সুবর্ণা, পুজা, রবিন, ওদের মা একসঙ্গে রাতের খাবার খায়। মাহফিল শেষ হয়ে গেছে। লোকেরা তবারক নিয়ে বাড়ি ফিরে যাচ্ছে। মাইকে আর কথা চলছে না। সুবর্ণা একটু স্বস্তি পায়। খেয়ে এসে নিজের ঘরে বিছানায় আধশোয়া হয়ে বসে। কিছুক্ষণ পরে মোবাইলটা বেজে ওঠে। কলকাতার ধর্মতলা থেকে ফোন এসেছে। ওর পিসিমার ফোন। ওদের ঠাকুরদার বাড়ি ও দিদিমার বাড়ির অনেকেই সীমান্ত পেরিয়ে ভারতে চলে গেছে। ওর বাবাও গিয়েছিল। কিন্তু পরে তিনি ফিরে এসেছিলেন। তার ভারত ভাল লাগেনি। দেশের প্রতি একটা টান ছিল। টান ছিল শেকড়ের প্রতি। টান ছিল মায়ের প্রতি। সুবর্ণার ঠাকুমা এখানের জমিজমা দেখাশোনার জন্য থেকে গিয়েছিলেন। তারপর আর ওর বাবা জগৎবন্ধু দাসের যাওয়া হল না। পরে এখানে তিনি সুবর্ণার মাকে বিয়ে করে থিতু হন। থেকে যান মাকে নিয়ে। কেননা মা স্বামীর ভিটা ছেড়ে যেতে চাচ্ছিলেন না। তাছাড়া সাত পুরুষের শ্মশানও তো এখানে। সুবর্ণার মা তার ছেলেমেয়েদের বারবার বলতেন তোরা ভারত চলে যা। এখানে তোদের কিছু হবে না। মেয়েগুলোকে কখন টেনে নিয়ে যায় মুসলমানেরা তার ঠিক নেই। একাত্তরের স্মৃতি এখনও ভুলতে পারেননি। ইসলাম রক্ষার নামে পাকিস্তানের অখ-তার নামে স্বাধীনতা যুদ্ধের সময় এখানে হিন্দুদের বেছে বেছে খুন করা হয়েছিল। সেসময়ে রাস্তায় লোকেদের ধরে তাদের লুঙ্গি খুলে দেখা হত, খতনা করা কিনা। জগৎবন্ধু দাস বিপাকে পড়ে তখন খতনা করেছিলেন। শাহাদাৎ কলেমাও মুখস্থ করেছিলেন। একদিন পাকিস্তানী সৈন্যের সামনে পড়ে গেলে তার লুঙ্গি খুলে দেখা হল, শাহাদৎ কলেমা পড়ে জানে রক্ষা পেয়েছিলেন। কিন্তু পরে নিজের কাটা লিঙ্গের দিকে তাকিয়ে তার মনখারাপ হতো। শুধু একাত্তরের স্মৃতি কেন? এর আগে সাতচল্লিশে যে দাঙ্গা হল, তখনও কি ভয়ঙ্কর অবস্থা হয়েছে। নোয়াখালিতে, বরিশালে। বরিশালে এখনও কাশিপুরের ভেতরের দিকে মাইলের পর মাইল খালি জায়গা, গাছপালা ঘেরা বাগান, কিন্তু পুকুরগুলো গৃহস্থ পুকুরের মত। এরা সবাই চলে গেছে সাতচল্লিশের দাঙ্গার সময়ে । দাঙ্গাও বা কিভাবে বলি? দাঙ্গা কাকে বলে? যখন এক সম্প্রদায় অন্য সম্প্রদায়ের ওপর হামলে পড়ে তাকে কি দাঙ্গা বলা যায়? বাংলাদেশে কখনো দাঙ্গা হয়নি। হিন্দুদের ওপর কট্টর মুসলিমরা সাতচল্লিশে হামলে পড়েছিল, উনিশশ’ একাত্তরের মুক্তিযুদ্ধের দিনগুলোয়ও পড়েছে, এমনকি স্বাধীনতার পরে আরো ভয়ঙ্কর দিন এসেছে। উনিশশ’ বিরানব্বই সালে ভারতে বাবরি মসজিদ ভেঙে ফেলাকে কেন্দ্র করে বাংলাদেশে এক রক্তাক্ত পরিবেশ সৃষ্টি হয়। কতজন হিন্দু যে খুন তার ঠিক নেই, ধর্ষণ, বাড়িঘর পোড়ানো, মন্দির ভাঙাÑসেসব তো আছেই। দু’হাজার এক সালে নির্বাচনের পরে বাংলাদেশের জাতীয়তাবাদী দল ও ইসলামিক একটি দলের জোট হিন্দুদের পাড়াগুলোতে হামলা করে। কেননা তারা মনে করে হিন্দুরা আওয়ামী লীগকে ভোট দেয়। এভাবে করে করে হিন্দুদের তাড়িয়ে দেয়া হয়েছে। তারা চলে যেতে বাধ্য হয়েছে। ভারত তাদের আশ্রয় দিয়েছে, নাগরিকত্ব দিয়েছে।
কিন্তু মা যখন ভারতে চলে যাবার কথা বলত তখন সুবর্ণার মাথা গরম হয়ে যেত। ভাবত এদেশে জন্মগ্রহণ করেছি, আমি এদেশ ছেড়ে কেন যাবো। কিন্তু যত সে বড় হয়ে উঠেছে সে তত বুঝতে পেরেছে বাস্তবতা, তার বিশ্বাস টলে যেতে শুরু করেছে। আজকাল পিসিমা কলকাতা থেকে ফোন দিলে দেশের পরিস্থিতি বোঝার চেষ্টা করেন আর নানাভাবে বোঝাতে চেষ্টা করেন এখানে থেকে কিছু হবে না, তোরা চলে আয়।
সুবর্ণা তেমন কিছু বলে না। নিরুত্তর থাকে।
পিসিমার ছেলের বউয়ের সঙ্গে সুবর্ণা ফোনে তেমন কথা বলে না। একদিন সে বলে ফেলেছিল সুবর্ণাদের মতো যে হিন্দুরা এখনও বাংলাদেশে থাকে তারা মুসলমানদের সঙ্গে আপোস করে থাকে, দরকার হলে ওদের বাড়িতে গিয়ে গরু খায়, সেদিন তো সে নগ্ন ভাষায় বলেছিল সুবর্ণাকে, ‘তোরা তো ওদের হোলের নিচে থাকিস।’ সেই থেকে সুবর্ণা ওর সঙ্গে কথা বলে না। ওর ভাল লাগে না।
পিসিমার সঙ্গে ফোনে কথা শেষ করে দাঁত ব্রাশ করে সুবর্ণা মশারি টাঙিয়ে ঘুমোতে যায়। পাশেই একটা মেয়েদের হোস্টেল আছে। সেখানে পাহারাদার মাঝেমধ্যে হাঁক দেয়। হোস্টেলটা পুরনো বাড়িতে করা হয়েছে। বাড়িটা যিনি বানিয়েছিলেন অনেক বছর আগে তিনি এখানকার ডাকসাইটে উকিল ছিলেন। সাতচল্লিশ সালের দিকে সব সম্পদ ফেলে রেখে চলে গেছেন কলকাতায়। শোনা যায় কলকাতায়ও তিনি ওকালতি করে নাম করেছিলেন। বাড়িটা পরে সরকার নিয়ে নেয়। বেশ কয়েকটা সরকারি অফিসের হাত ঘুরে শেষ পর্যন্ত এখানে মেয়েদের একটি কলেজের ছাত্রীনিবাস বানানো হয়। নাম দেয়া হয় বাংলাদেশের একজন প্রথিতযশা নারী কবি সুফিয়া কামালের নামে। তাই কেউ আপত্তি করেনি। কিন্তু সুবর্ণা অন্যরকম করে ভাবে। চাইলে সরকার বাড়িটা যার বাড়ি সেই মনমোহন চাঁদ দাসের নামে ছাত্রীনিবাসটি করতে পারতো। কেউ সে প্রসঙ্গ তুলতে সাহস করেনি, সরকারও সৌজন্যতা দেখায়নি। এভাবে করে কৌশলে দেশের প্রথিতযশা সফল হিন্দু ব্যক্তিদের নাম মুছে দেয়া হয়েছে। এসব ব্যাপারে অনেক জায়গার নামও আজকাল চেঞ্জ হয়ে যাচ্ছে। যেমন নারায়ণগঞ্জ হয়ে যাচ্ছে এন.গঞ্জ কিংবা ব্রাহ্মণবাড়িয়া হয়ে যাচ্ছে বি.বাড়িয়া।
এসব ভাবতে ভাবতে সুবর্ণা ঘুমিয়ে পড়ে একসময়। ঘুমিয়েও শান্তি নেই। সেখানেও অপেক্ষা করে আছে দুঃস্বপ্ন। স্বপ্নে দেখে সকালবেলা কলেজের ড্রেসে ও রাস্তায় দৌড়–চ্ছে। পেছনে ধাওয়া করে আসছে রাস্তার পাশে সেই ছেলেগুলো। ওদের মুখ মে পান, হাত মে বিড়ি, মুখে শ্লোগান লড়কে লেঙ্গে পাকিস্তান। সুবর্ণা ছুটতে ছুটতে এক ব্রীজের ঢালে পড়ে গেল। সেই ছেলেগুলো এবার অর্ধেক মানুষ অর্ধেক ভালুকের রূপ পেল। ওরা ব্রীজের ঢালে ওকে মাটিতে শুইয়ে ওর ঠোঁটে চুম্বন করতে এল। বোটকা একটা গন্ধ। এক ধাক্কায় সবকটাকে ফেলে দিয়ে আবার দৌড়–চ্ছে। একটা মসজিদ সামনে পড়ল। এবার দুপুরবেলার মোলায়েম আভাটা চলে গিয়ে প্রখর রৌদ্রের দুপুর। সুবর্ণা মসজিদের সামনে দাঁড়াল। ভেতরে ঢুকতে যাবে, এমন সময় মসজিদের সামনে গাছের সঙ্গে সাইনবোর্ডে লেখা দেখল:‘মসজিদ চত্ত্বরে মহিলা ও গবাদি পশু ঢোকা নিষেধ।’ আবার সে দৌড়–তে শুরু করে। চিৎকার করে বাঁচাও। কাছেই অনেক লোক যাচ্ছে এদিকে পেছন করে। তারা কি বোবা, কানা, কালা? ওর চিৎকারের শব্দ কি ওদের কানে যাচ্ছে না? কোন বিকার দেখা যাচ্ছে না। ওকে তাড়া করা ছেলেগুলো অনেক কাছে চলে এসেছে। তারা বলছে:‘ কুত্তি মাগীটারে ধর। হিন্দু মেয়েদের পুটকিতে অনেক গন্ধ।’
###
মালাউন একটি জাতিবিদ্বেষমূলক গালি যা বাংলাদেশে মূলত: বাঙালি হিন্দুদের উদ্দেশ্য ব্যবহৃত হয়।
মালাউন শব্দটি আরবী শব্দ “ ﻣﻠﻌﻮﻥ ” থেকে উদ্ভূত যার অর্থ অভিশপ্ত বা আল্লাহর অভিশাপপ্রাপ্ত।

Thursday, August 30, 2018

দশানন রাবণকৃত শ্রী শিবতান্ডব স্তোত্রম বাংলা অনুবাদ সহ


(১) জটাটবীগলজ্জল প্রবাহ পাবিতস্থলে
গলেহবলম্ব‍্য লম্বিতাং ভূজঙ্গতুঙ্গমালিকাম ।
ডমড্ডমড্ডমড্ডমন্নিনাদবড্ডমর্বয়ং
চকার চন্ডতান্ডবং তনোতু নঃ শিবঃ শিবম।।।।। ।

(২) জটাকটাহ সম্ভ্রম ভ্রমন্নিলিম্পনির্ঝরী
বিলোল বীচিবল্লরী বীরাজমানমূদ্ধনি।।
ধগদ্ধগদ্ধগজ্জলল্ললাট পট্রপাবকে
কিশোরচন্দ্রশেখরেরতিঃ প্রতিক্ষণং মম।।

(৩) ধরাধরেন্দ্রনন্দিনীবিলাসবন্ধুবন্ধুর
স্ফুরদ্দিগন্ত সন্ততি প্রমোদ মানমানসে
কৃপাকটাক্ষ ধোরণীনিরুদ্ধদুর্ধরাপদি
ক্বচিদ্দিগম্বরেমনো বিনোদমেতুবস্তুনি।।।।

(৪) জটাভুজঙ্গ পিঙ্গল স্ফুরৎফণামণিপপ্রভা
কদম্বকঙ্কুমদ্রবপ্রলিপ্তদিগ্বধূমুখে।।
মদান্ধসিন্ধুরস্ফুরত্ত্বগুত্তরীয়মেদুরে
মনো বিনোদ মদ্ভূতং বিভর্তু ভূতভর্তরি।।

(৫) সহস্রলোচনপ্রভৃত‍্যশেষলেখশেখর
প্রসূনধূলিধোরণীবিধূসরাঙঘ্রিপীঠভূঃ।
ভুজঙ্গরাজমালয়া নিবদ্ধজাটজূটকঃ
শ্রিয়ৈ চিবায় জায়তাং চকোর বন্ধুশেখর।।।।

(৬) ললাটচত্বরজ্বলদ্ধনঞ্জয়স্ফুলিঙ্গভা
নিপীতপঞ্চসায়কং নমন্নিলিম্পনায়কম।
সুদাময়ূখলেখয়াবিরাজমানশেখরং
মহাকপালি সম্পদে শিরো জটালমস্তু নঃ।।।।।

(৭) করালভাল পট্টিকাধগদ্ধগদ্ধগজ্জল
দ্ধনঞ্জয়াহুতীকৃতপ্রচন্ড পঞ্চসায়কে।
ধরাধরেন্দ্র নন্দিনী কুচাগ্ৰ চিত্রপত্রক
প্রকল্পনৈকশিল্পিনিত্রিলোচনে রতিমর্ম।।।

(৮) নবীন মেঘমন্ডলী নিরুদ্ধদুর্ধরস্ফুরৎ
তকুহূনিশীথিনী তমঃপ্রবন্ধবদ্ধকন্ধর
নিলিম্পনিরঝরীধরস্তনোতু কৃত্তিসিন্ধুরঃ
কলানিধানবন্ধুরঃ শ্রিয়ং জগদধুরন্ধরঃ।।

(৯) প্রফুল্লনীলপঙ্কজ প্রপঞ্চকালিমপ্রভা
বলন্বিকন্ঠকন্দলীরুচিপ্রবদ্ধকন্ধরম।
স্মরচ্ছিদং পুরচ্ছিদং ভবচ্ছিদং মখচ্ছিদং
গজচ্ছিদান্ধকচ্ছিদং তমন্তকচ্ছিদং ভজে।।

(১০) অখর্বসর্ব মঙ্গলা কলা কদম্বমঞ্জরী
রসপ্রবাহমাধুরী বিজৃম্ভণামধুব্রতম্
স্মরান্তকং পুরান্তকং ভবান্তকং মখান্তকং
গজান্তকান্ধকান্তকং তমন্তকান্তকংভজে।।।

(১১) জয়ত্বদভ্রবিভ্রমভ্রমদ্ভমশ্বসদ
বিনির্গমৎক্রমস্ফুরৎকরালভালহব‍্যবাট।
ধিমিদ্ধিমিদ্ধিমিদধ্বনন্মৃদঙ্গতুঙ্গমঙ্গল
ধ্বনিক্রমপ্রবর্তিতপ্রচন্ডতান্ডবঃ শিবঃ।।

(১২) দৃষদ্বি চিত্রতল্পয়োরভূজঙ্গমৌক্তিকস্রজো
গরিষ্ঠ রত্মলোষ্ঠয়োঃ সুহদ্বিপক্ষপক্ষয়োঃ তৃনারবিন্দচক্ষুষোঃ প্রজামহীমহেন্দ্রয়োঃ সমপ্রবৃত্তিকঃ কদা সদাশিবং ভজাম‍্যহম।।।

(১৩) কদানিলিম্পনিরঝরীনিকুঞ্জকোটরে বসন
বিমুক্তদুরমতিঃ সদা শিরঃস্থমঞ্জলিং বহন্।
বিলোললোচনোললামভাললগ্নকঃ শিবেতিমন্ত্রমুচরন কদা সুখী ভবিমহম।।।।

(১৪) ইমং হী নিত‍্যমেব মুক্তমত্তমোত্তমংস্তবং
পঠনং স্বরনংব্রুবন্নরো বিশুদ্ধিমমেতী সন্ততম
হরে গুরৌ সুভক্তি মাশু যাতি নান‍্যথা গতিং
বিমোহনং হি দেহিনাং সুশঙ্করস‍্য চিন্তনম।।।

(১৫) পূজাবসান সময়ে দশবক্তগীতং
যঃ শম্ভু পূজন পরং পঠতি প্রদোষে।
তস‍্য স্থিরাং রথ গজেন্দ্র তুরঙ্গ যুক্তাং
লক্ষীং সদৈব সুমুখীং প্রদদাতি শম্ভু।।।।

অনুবাদ:-

(১) যিনি জটারূপ অরণ‍্য থেকে নির্গত গঙ্গাদেবীর প্রবাহে ঐ পবিত্র করা সর্পের বিশাল মালা কন্ঠে ধারণ করে ডম রুতে ডমডম ডম।
এই শব্দ তুলে প্রচন্ড তান্ডব নৃত‍্য করছেন ,, সেই শিব যেন আমার কল‍্যাণ করে। এবং আমি প্রনাম জানাই।

(২) যার মস্তক জটারুপ কড়াই তে বেগে ভ্রমণ কারী গঙ্গার চঞ্চল তরঙ্গ লতাসমুহে সুশোভিত হচ্ছে;যার ললাটাগ্নি ধক ধক করে জ্বলছে,,, মস্তকে অর্ধচন্দ্র বিরাজিত, সেই ভগবান শিবে যেন আমার নিরন্তর অনুরাগ থাকে।

(৩) গিরিরাজ কিশোরী পার্বতীর বিশাল কালোপযোগী উচ্চ নিচ মস্তক ভূষণ দ্বারা দশ দিক প্রকাশিত হতে দেখে যার মন আনন্দিত; যার নিত‍্যকৃপাদৃষ্টির ফলে কঠিন বাধা বিপত্তির দূর হয়ে যায়, সেই দিগম্বর স্বরূপ তত্ত্বে যেন আমার মন আনন্দ লাভ করে।।।।।

(৪) যার জটাজুটের মধ্যে সর্পের ফণায় অবস্থিত মণির প্রকাশিত পিঙ্গল ছটা দিশা রূপিনী অঙ্গনাদের মুখে কঙ্কুমের রংছড়ায়; মত্তহাতির বিকশিত চর্মকে উত্তরীয় চাদর রূপে ধারণ করায় যিনি স্নিগ্ধ বর্ণ লাভ করেছেন, সেই ভূত নাথে আমার চিত্ত অদ্ভূত তৃপ্তি বোধ করুক।।।।।।।

(৫) যার চরন পাদুকা ইন্দ্রাদি সকল দেবতার প্রনামের সময় মস্তকে ফুলের পরাগে ধূসরিত হয়,,নাগরাজের মালায় বাধা জটাসম্পন্ন সেই ভগবান চন্দ্রশেখর আমার জন্য চিরস্থায়ী সম্পত্তির ব‍্যবস্থাপক হয়ে থাকুন।

(৬) যিনি তার ললাট রূপ বেদিতে প্রজ্বলিত অগ্নি স্ফুলিঙ্গের তেজে কাম দেবকে ভস্মীভূত করছিলেন, যাকে ইন্দ্রাদি দেবগণ নমস্কার করেন, চন্দ্রের কলাদ্বারা সুশোভিত মুকুট সম্পন্ন সেই মহাদেবের উন্নত বিশাল ললাটে জটিল মস্তক আমার সম্পত্তির কারণ হোক।

(৭) যিনি তার ভীষণ কপালে ধক ধক রূপে জলন্ত অগ্নিতে প্রচন্ড কাম দেবকে আহুতি দান করেছিলেন, গিরিরাজ কন‍্যার স্তনাগ্ৰে পত্র ভঙ্গ রচনা করার একমাত্র শিল্পী, সেই ভগবান ত্রিলোচনের উপরে আমার যেন রতি অনুরাগ থাকে।

(৮) যার কন্ঠে নবীন মেঘ মালা বেষ্টনীতে অমাস‍্যার অরধরাত্রে ন‍্যায় দুরুহ অন্ধকার সম শ‍্যামলতা বিরাজ করে, যিনি গজচর্ম পরিহিত, সেই জগতভার বহন কারী, চন্দ্রের অদ্ধাকৃতিতে মনোহর ভগবান গঙ্গাধর যেন আমার সম্পতির বিস্তার করেন।

(৯) যার কন্ঠদেশ প্রস্ফুটিত নীল কমল সমুহের শ‍্যামশোভার অনুকরন কারী হরিনীর ছবির ন‍্যায় চিহ্নে সুশোভিত এবং যিনি কামদেব ত্রিপুর,ভব দক্ষ, যজ্ঞ হাতি অন্ধকাসুর এবং যমরাজের ও উচ্ছেদ কারী আমি তার ভজনা করি।

(১০) যিনি নিরভিমান পার্বতীর কলারূপ কদম্বমঞ্জরী মকরন্দস্রোতের বৃদ্ধি প্রাপ্তমাধুরী পান কারী মধূপ এবং কামদেব,ত্রিপুর,ভব; আমি তার ভজনা করি।

(১১) যার মস্তকে উপর অতন্ত‍্য বেগে ঘূর্ণিমান ভূজঙ্গের নিঃশ্বাসের ভয়ঙ্কর অগ্নি ক্রমা গত প্রজ্জ্বলিত হচ্ছে, ধিমি ধিমি শব্দের মৃদঙ্গের গম্ভীর মঙ্গলধ্বনি সঙ্গে যিনি প্রচন্ড তান্ডব নৃত‍্যকরেছেন এই ঈশ্বর কে আমি প্রনাম করি।।

(১২) পাথর এবং সুন্দরকোমল বিছানায়, সর্প ও মুক্তা মালা,বহু মূল‍্য রত্ম এবং মৃত্তিকা,মিত্র ও শত্রু পক্ষে,তৃন ও কমল নয়না তরুণীতে, সাধারণ প্রজা ও পৃথিবীর মহারাজ প্রতি যিনি সম ভাব রাখেন, সেই সদা শিব কে আমি যেন প্রতিদিন ভজনা করতে পারি।

(১৩) সুন্দর ললাট সম্পন্ন ভগবান চন্দ্রশেখর চিত্ত সমর্পন করে নিজ কুচিন্তা পরিত‍্যাগ করে, গঙ্গার তীরে কোন কাননের অভ‍্যন্তরে থেকে মস্তকে ওপর হাত জোড় করে বিহ্বল নয়নে শিব মন্ত্র উচ্চারণ করে আমি সুখ লাভ করি।

(১৪) যে ব‍্যাক্তি এইভাবে উক্ত অতি উত্তম স্তোত্র নিত‍্য পাঠ, স্মরণ এবং বর্ননা করে,সে সদা শুদ্ধ থাকে এবং অতি শীঘ্রই সুর গুরু শ্রীশঙ্করের প্রতি প্রকৃত ভক্তি ভাব প্রাপ্ত হয়। সেকখন ও বিপথে যায় না।
কারন শিবের সুচিন্তা প্রানিবরগের মোহ নাশ করে।

(১৫) সায়ং কালে পূজা সমাপ্ত হলে দশানন রাবণ দ্বারা গীত এই শম্ভু পূজন সম্পর্কিত স্তোত্র যিনি পাঠ করেন, ভগবান শঙ্কর সেই ব‍্যাক্তিকে সূখ সম্পত্তি মহাদেব প্রদান করেন।
সমাপ্ত।
ওম নমঃ শিবায়ঃ

Wednesday, August 8, 2018

সনাতনী বিবাহ নিয়ে কিছু কথা

অনেকেই মনে করে,
বিবাহ মানেই হলো দায় ও গ্যাঞ্জ্যাম। আবার অনেকে এইও মনে করে, এটি একটি ভেজাল, মনমালিন্য ও অনেক বড় বোঝা।একসাথে কাটাতে হবে এবং তাকে ছাড়া কোন গতি নেই। সে আমাকে অস্বীকার করলেও, আমার সাথে তার থাকতে হবে।আবার তার ইচ্ছমত আমার চলতে হবে, তাকে ছাড়া আমার কোন মত নেই।বেশীর ভাগ এইরকম চিন্তাধারীই মনে করেন, বৈবাহিক জীবন মানে স্বাধীনতাহীন বন্দী খাচা।তাদের উদ্দ্যেশ্যে আমি বলবো,
আমরা সামাজিক প্রানী। প্রাকৃতিক ও পরিবেশের উপর নির্ভর করে আমাদের জীবন যাপনা হয়ে থাকে।আমরা জন্ম নেই, শিশুকাল পেরিয়ে যৌবনে পা রাখি, তখন আমাদের মধ্যে সার্বিক জ্ঞান ও তার পাশাপাশি জৈবিক চাহিদাও এসে যায়। আমরা মানুষ, তাই পশুর মত জীবিকানির্বাহ করতে পারিনা অর্থাৎ তাড়না অনুভব হলে যেখানে সেখানে সব কিছু করতে পারিনা।আমরা নিজের চিন্তাই কেবল করিনা। আমরা আমাদের পরিবার ও তার সম্মানেরও চিন্তা করি। যা পশুরা করেনা। অন্তত এই গুণাবলী র দিক থেকে আমরা পশুর চাইতে উন্নত। যদিও এখন মানুষেরা পশুর চাইতে নিম্নস্তরে পৌছে যাচ্ছে। আমি সেটা না হয় এখন রাখি, প্রসংগে আসি,
সনাতনধর্ম অনুযায়ী বিবাহ হলো একটি প্রবিত্র বন্ধন। এখানে বন্ধন হলো সম্পর্ক। সম্পর্ক টা হলো প্রতিশ্রুতি, এটা কোন দ্বায়ভার নয়। এটা ইতিবাচক। একজন আরেকজনের হয়ে যাওয়ার নাম বিবাহ। নিজেকে আরেকজনের আর তাকে আমার করে নেওয়ার নাম বিবাহ বন্ধন।এটা একেবারেই শুদ্ধ একটি সংস্কার ও সমাধান মানব জীবনের। এটার মুল ভিত্তি হলো, বিশ্বাস ও ভালোবাসা।
বিবাহ-মানে দুটো আত্মার মিলন।দুটি আত্মাকে একত্র করার অপর নাম হলো বিবাহ বন্ধন। সনাতনধর্ম মতে বিবাহ বন্ধনের কিছু সুন্দর সুন্দর ও অভাবনীয় নিময় আছে। যা অন্য লোকেরা ও অন্য মতের লোকেরা অন্য ধর্মের লোকেরা দেখলে হিংসা করে..
বিবাহ বন্ধনের অনেক সুন্দর সুন্দর নিয়ম আছে।তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও মহামুল্যবান নিয়ম গুলো হলোঃ শুভদৃষ্টি, সাত পাঁকে ঘুরা,মালা বদল, সিঁদুর দান। সমস্ত নিয়মই কিন্ত খুবই তাৎপর্যপূর্ণ।যা অনেক গভীর রহস্য।


শুভ দৃষ্টি
শুভ অর্থাৎ ভালো বা মংগলতম আর দৃষ্টি হলো দেখা বা দর্শন করা।ভালোবাসার বন্ধনের প্রথম তম বন্ধন। যখন তাকে দেখে নিজেকে তার মাঝে হারিয়ে দেওয়ার একটি প্রক্রিয়া। তার সবকিছুকে নিজের মধ্যে দেখা। সেই সুন্দর তম রুপের দৃষ্টিতে তাকে আজীবন দেখা।সেই দৃষ্টি খুব প্রবিত্র। সমগ্র সংসারের সমস্ত মানুষকে পরিত্যাগ করে, সেই দৃষ্টির মাধ্যমে তাকে আলাদা করে দেখা অর্থাৎ পৃথিবীর সব নারীকে বাদ দিয়ে তুমি কেবল আমার স্ত্রী বা প্রিয়তমা/ পৃথিবীর সকল পুরুষকে বাদ দিয়ে তুমিই কেবল আমার স্বামী বা প্রিয়। এটাই হলো সেই অভাবনীয় সুন্দরতম দৃষ্টি যাকে বলা হয় শুভ দৃষ্টি।
সনাতন ধর্ম মতে বিবাহে আমরা দেখতে পাই,
অগ্নি কুণ্ডলীকে মাঝখানে রেখে চতুর্দিকে বর এবং নববধূকে প্রদক্ষিণ করতে হয়। একে বলে সাত পাঁকে বাঁধা পড়া।
বলা হয়, এর মাধ্যমে অগ্নিদেবতাকে বিয়েতে সাক্ষী হিসেবে রাখা হয়। শুধু আগুনের চতুর্দিকে প্রদক্ষিণ করা নয়, এসময় বিভিন্ন প্রতিশ্রুতিও দিতে হয় একে- অপরকে।এখানে প্রত্যেক প্রতিশ্রুতিই থাকে সমান অধিকারের,





প্রথম প্রতিশ্রুতি- প্রথমে বর তাঁর বউ এবং সন্তানদের যত্ন নেওয়ার প্রতিশ্রুতি দেন।বিনিময়ে কনেও প্রতিশ্রুতি দেন যে তিনি তাঁর স্বামী এবং তাঁর পরিবারের যত্ন নেবেন।
.
দ্বিতীয় প্রতিশ্রুতি- এবার বর প্রতিশ্রুতি দেন যে তিনি তাঁর স্ত্রীকে সবরকম পরিস্থিতি থেকে রক্ষা করবেন।
বিনিময়ে কনেও প্রতিশ্রুতি দেন যে তিনি স্বামী সবরকম সমস্যায়য় স্বামী পাশে থাকবেন।
.
তৃতীয় প্রতিশ্রুতি- এবার বর প্রতিশ্রুতি দেন যে তিনি তাঁর পরিবারের জন্য রোজগার করবেন এবং তাঁদের দেখভাল করবেন। একই প্রতিশ্রুতি কনেও দিয়ে থাকেন।
.
চতুর্থ প্রতিশ্রুতি- স্ত্রীর কাছে তাঁর পরিবারের সমস্ত দায়িত্ব তুলে দেওয়া এবং একইসঙ্গে স্ত্রীর সমস্ত মতামতকে গুরুত্ব দেওয়ার প্রতিশ্রুতি দেন বর।
স্ত্রী তাঁর সমস্ত দায়িত্ব সঠিকভাবে পালন করার প্রতিশ্রুতি দেন।
.
পঞ্চম প্রতিশ্রুতি- যে কোনও গুরুত্বপূর্ণ বিষয়ে স্ত্রীর সঙ্গে আলোচনা করার প্রতিশ্রুতি দেন বর। স্বামীকে সমর্থন করার প্রতিশ্রুতি দেন স্ত্রী।
.
ষষ্ঠ প্রতিশ্রুতি- স্ত্রীর প্রতি সত্য থাকার প্রতিশ্রুতি দেন স্বামী। স্ত্রীও স্বামীর প্রতি সত্য থাকার প্রতিশ্রুতি দেন।
.
সপ্তম প্রতিশ্রুতি- শুধু স্বামী হিসেবেই নয়, বন্ধু হিসেবেও
সারাজীবন স্ত্রীর সঙ্গে থাকার প্রতিশ্রুতি দেন বর।
স্ত্রীও স্বামীর সঙ্গে আজীবন একসাথে থাকার প্রতিশ্রুতি দেন।
.
সনাতন বিবাহের মূলমন্ত্র এবং মর্মার্থ :
.
যদ্যেত হৃদয়ং তব, তদস্তু হৃদয়ং মম।
যদিদং হৃদয়ং মম, তদস্তু হৃদয়ং তব।।
.
অর্থাৎ, আমার হৃদয় তোমার হোক; তোমার হৃদয় আমার হোক।আমি আমাকে তোমায় দিলাম,তোমার তোমাকে আমার করলাম।
মালা বদল এই নিয়মের মাধ্যমে সে তার মালা তাকে দেন এবং তার মালা সে নিয়ে বদল করে প্রমান দেন। যে আমি তোমাকে আমার করে নিলাম। আর আমাকে তোমার করে দিলাম।আমার যা আছে সবকিছু তোমার, আর তোমার যা আছে সব কিছু আমার। আমি তোমার তুমি আমার। আমার আগের জীবন থেকে আমি আজ নতুন জীবনে নতুন করে তোমায় নিয়ে বাচার অংগীকার করলাম।
সিঁদুর এইটা হলো সবচাইতে গুরুত্বপূর্ণ। আমি তাকে আমার রক্তে(সিদুর প্রতীকে) তার মাথায় দিয়ে রক্তের আবদ্ধে নিজেকে জড়িয়ে নিলাম। আমি প্রতিশ্রুতি দিলাম আমি আমার রক্তের শেষ বিন্দু দিয়ে হলেও তোমায় রক্ষা করে যাবো আজীবন। আমার রক্তের প্রতীকি করে তোমায় আমি আমার জীবনের পুরোটা দিয়ে তোমায় বেধে রাখবো, কখনই ছেড়ে যাবো না। প্রতিজ্ঞাবদ্ধ হলাম।
.
সিঁদুর পড়ানোর মন্ত্র :
.
ওঁ শিরোভূষণ সিন্দুরং ভর্তারায়ু বিবর্ধনং।
সর্বারত্নাকরং দিব্যং সিন্দুরং পতিগৃহ্যতাম্।।
.
শাঁখা পড়ানোর মন্ত্র :
.
ওঁ শঙ্খালঙ্কারং বিবিধং চিত্রং বাহুনাঞ্চ বিভূষণম্।
মহোদধিসম্ভূতাঃ সর্বদেবীপ্রিয়া সদা।
শঙ্খ বলয় কন্যাভূষণানাং সদুত্তমম্।।
.
পড়ার জন্য ধন্যবাদ।
ভালো থাকবেন।
নমস্কার।
হর হর মহাদেব!

সাকার উপাসনার কিছু রেফারেন্স

 নিরাকারবাদী এবং একদল বিধর্মীদের দাবি বেদাদি শাস্ত্রে প্রতিমা পূজা এবং সাকার উপাসনার উল্লেখ নেই। সনাতন ধর্মাবলম্বীরা বেদবিরুদ্ধ মূর্তিপূজা ক...

Popular Posts